বাংলা নিউজ > ভাগ্যলিপি > সাপ্তাহিক ট্যারো রাশিফল: মেষ, বৃষ, মিথুন ও কর্কট রাশির ভাগ্যফল

সাপ্তাহিক ট্যারো রাশিফল: মেষ, বৃষ, মিথুন ও কর্কট রাশির ভাগ্যফল

এই সপ্তাহে ট্যারো অনুযায়ী মেষ বৃষ মিথুন ও কর্কট রাশির ভাগ্যফল।

চলতি সপ্তাহ কেমন কাটবে মেষ, বৃষ, মিথুন ও কর্কট রাশির জাতকদের, জানাচ্ছে ট্যারো।

মেষ (২১ মার্চ - ২০ এপ্রিল)- সম্পত্তির মাধ্যমে লাভ হতে পারে। আগে থেকে ভেঙে দেওয়া সম্পর্কের কারণে মানসিক অবসাদ থাকবে। সন্তানের তরফে সুসংবাদ পেতে পারেন। জটিলতা দেখা দিতে পারে।  

বৃষ (২১ এপ্রিল – ২১ মে)- সময় প্রতিকূল। সহকর্মী ও বন্ধুদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। অসুস্থ হয়ে পড়তে পারেন। স্থান পরিবর্তন সম্ভব। আর্থিক পরিস্থিতি দুর্বল থাকতে পারে। মায়ের তরফে কোনও কাজে বাধা আসতে পারে।

মিথুন (২২ মে - ২১ জুন)- সমস্যা বন্ধুদের সঙ্গে ভাগ করে নিন, তা হলে তাদের কাছ থেকে সাহায্য লাভ করতে পারবেন। ছাত্ররা সাফল্য অর্জন করবে। পারিবারিক অশান্তির কারণে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় পড়তে পারেন। দাম্পত্য জীবনে অশান্তি থাকতে পারে। লাভ পেতে পারেন, তাই কোনও ঝুঁকি নেবেন না। 

কর্কট (২২ জুন – ২২ জুলাই)- বিপরীত লিঙ্গের সহকর্মী আপনাকে আকৃষ্ট করতে পারে। কর্মক্ষেত্রে নতুন সুযোগে সাফল্য লাভ করবেন। পড়ুয়ারা পড়াশোনায় মনোনিবেশ করতে পারবেন না। ব্যবসায় নতুন পরিকল্পনা কার্যকরী হবে। অনিয়মিততার কারণে স্বাস্থ্য প্রতিকূল থাকবে। কর্মক্ষেত্রে বাধা আসতে পারে। ভাষায় নিয়ন্ত্রণ রাখুন। চাকরিতে কাঙ্খিত পদোন্নতি লাভ করতে পারেন। সঞ্চয় বাড়বে।

বন্ধ করুন