বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Accident: বাঁকুড়ায় ফেটে গেল ট্রাকের চাকা, মৃত্যু ৪ শ্রমিকের, আহত ২

Accident: বাঁকুড়ায় ফেটে গেল ট্রাকের চাকা, মৃত্যু ৪ শ্রমিকের, আহত ২

ভয়াবহ দুর্ঘটনা বাঁকুড়ায়। প্রতীকী ছবি(PTI Photo)  (PTI)

চারজনের মৃত্যু হয়েছে এই দুর্ঘটনায়। আরও দুজন শ্রমিক জখম হয়েছেন। তারাও ট্রাকের নীচে চাপা পড়ে গিয়েছিলেন। কোনওরকমে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

নতুন বছরের প্রথম দিনে একের পর এক মর্মান্তিক দুর্ঘটনা। বাঁকুড়ার বিষ্ণুপুরে ট্রাকের চাকা ফেটে ভয়াবহ দুর্ঘটনা। স্থানীয় সূত্রে খবর, লরিটি বেশ দ্রুতগতিতে আসছিল। আচমকাই ট্রাকের চাকা ফেটে যায়। আর তখনই আর নিয়ন্ত্রণ রাখতে পারেনি ট্রাকটি। সেটি সজোরে ধাক্কা দেয়। আর তার জেরে মৃত্যু হয়েছে ৪জনের। সকলেই পূর্ব বর্ধমানের বাসিন্দা। বছরের প্রথম দিনে একেবারে ভয়াবহ দুর্ঘটনা। দুর্ঘটনায় দুজন শ্রমিক গুরুতর জখম হয়েছেন। হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের। আশঙ্কাজনক অবস্থা তাদের। ঠিক কীভাবে দুর্ঘটনাটি হল?

স্থানীয়দের দাবি, ট্রাকের ওপরে বসেছিলেন শ্রমিকরা। আচমকাই সশব্দে চাকা ফেটে যায়। এরপরই আর নিয়ন্ত্রণ রাখতে পারেনি ট্রাকটি। হুড়মুড়িয়ে উলটে যায় ট্রাকটি। আর তার উপরে বসে থাকা শ্রমিকরাও আচমকা ওপর থেকে পড়ে যান। তবে ঘটনার পর থেকে চালক পলাতক। তবে অভিযোগ উঠেছে, ট্রাকের চাকার স্বাস্থ্য পরীক্ষা করা হয়নি বলে অভিযোগ। সেই চাকা না দেখে ট্রাক ছেড়ে দেওয়া হয়েছিল। তার জেরেই এই দুর্ঘটনা।

বাঁকুড়ার জয়কৃষ্ণপুরের কাছে ট্রাকের চাকাটি আচকাই ফেটে যায়। ট্রাকে ধান বোঝাই করা ছিল। বেশ জোরেই যাচ্ছিল গাড়িটি। চাকা ফেটে যাওয়ায় গাড়িটি উলটে যায়। ধান বোঝাই গাড়ির নীচে চাপা পড়ে যায় শ্রমিকরা। সব মিলিয়ে ৬জন শ্রমিক ছিলেন ট্রাকে। সকলেই ট্রাকের নীচে চাপা পড়ে যান। ধানের বস্তার নীচে চাপা পড়ে গিয়েছিলেন তারা। তার মধ্যে একে একে সকলকে উদ্ধার করা হয়। কিন্তু চারজনের মৃত্যু হয়েছে এই দুর্ঘটনায়। আরও দুজন শ্রমিক জখম হয়েছেন। তারাও ট্রাকের নীচে চাপা পড়ে গিয়েছিলেন। কোনওরকমে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে এদিন নিউ টাউনেও ভয়াবহ দুর্ঘটনা ঘটে। বছরের প্রথম দিনে মর্মান্তিক দুর্ঘটনা কলকাতার নিউটাউনে। নিউটাউনে আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন তিনি। ১লা জানুয়ারি সন্ধ্যায় বেপরোয়া গাড়ি পিষে দিল তাকে। অন্যান্য় পড়ুয়াদের দাবি, প্রায় ১৫ মিনিট তিনি রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন। তখনও পুলিশ আসেনি। এরপর পুলিশ এসে দেহটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করা হয়। মৃতের নাম শাকিল আহম্মদ। তিনি আলিয়া বিশ্ববিদ্যালয়ের ভূগোর বিভাগের ছাত্র ছিলেন। এদিকে রাত পর্যন্ত ঘাতক গাড়িটির খোঁজ মেলেনি। পুলিশ এনিয়ে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে।

 

বাংলার মুখ খবর

Latest News

শুরু হচ্ছে পিতৃপক্ষ, জেনে নিন পিতৃ দোষের লক্ষণ ও পিতৃ দোষ থেকে মুক্তির পথ ‘‌শেখ হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন?’‌‌ এখনও জানেন না পররাষ্ট্র উপদেষ্টা ডিজিটাল পেমেন্ট লিংক চালু করতে ভারত-সিঙ্গাপুর আলোচনা, বিরাট বিনিয়োগের সম্ভাবনা দিল্লির নয়া মুখ্যমন্ত্রীর বাবা-মা আফজল গুরুর সমব্যথী! স্বাতীর পোস্টে ক্ষুব্ধ আপ 'উৎসবে ফিরুন', মহালয়ার আগেই পুজো উদ্বোধন করবেন মমতা, প্রস্তুতি তুঙ্গে কে বলবে এক ছেলের মা! বিকিনিতে বোল্ড লুকে নুসরত,গভীর নাভিতে ফ্ল্যাট ভক্তরা বোলপুর পেল আরও ১ বন্দে ভারত! কখন দাঁড়াবে? থামবে রামপুরহাটেও, রইল পুরো টাইমটেবিল তৃণমূল কংগ্রেসের মুখপত্রের সম্পাদক হচ্ছেন মন্ত্রী শোভনদেব, রাত পোহালেই দায়িত্বে আমেরিকা সফরে যাবেন মোদী, যোগ দেবেন কোয়াড বৈঠকে, সফরসূচিটা জেনে নিন ‘একটা অত্যাচারী লোক, যে ব্রিটিশের অত্যাচারকেও হার মানিয়েছে’

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.