বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > CPIM: মনোনয়ন জমা দিয়ে ফেরার পথেই মর্মান্তিক ঘটনা, কোচবিহারে প্রাণ গেল সিপিএম প্রার্থীর

CPIM: মনোনয়ন জমা দিয়ে ফেরার পথেই মর্মান্তিক ঘটনা, কোচবিহারে প্রাণ গেল সিপিএম প্রার্থীর

প্রার্থীর ছেলেকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রতীকী ছবি

ছেলের মাথায় হেলমেট ছিল। কিন্তু মা আয়েশার মাথায় হেলমেট ছিল না। পেছন থেকে ডাম্পারের ধাক্কায় ছিটকে পড়েন তিনি। জখম হয়েছিলেন ছেলে আজাদও।

মনোনয়নপত্র জমা দিয়ে বাড়ি ফিরছিলেন এক সিপিআইএম প্রার্থী। আর পথেই মর্মান্তিক ঘটনা। মর্মান্তিক দুর্ঘটনা প্রাণ কাড়ল সিপিএম প্রার্থীর। কোচবিহারের শীতলকুচির বাউদিয়া বাজার এলাকার ঘটনা। এই ঘটনায় বাম কর্মীদের মধ্য়ে শোকের ছায়া নেমে এসেছে। পেছন থেকে আসা একটি ডাম্পারের ধাক্কায় ছিটকে পড়েন তিনি। মাথাতে মারাত্মক আঘাত লাগে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। 

মৃতের নাম আয়েশা বিবি। বয়স মাত্র ৪৫। মনোনয়ন জমা দিয়ে বাড়ি ফেরার পথেই মর্মান্তিক দুর্ঘটনা। তাতেই মৃত্যু হল বাম প্রার্থীর। স্থানীয় সূ্ত্রে খবর, ওই প্রার্থী এদিন বিডিও অফিসে মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন। এরপর তিনি ছেলের সঙ্গে বাড়ি ফিরছিলেন। স্কুটিতে চেপে বাড়ি ফিরছিলেন তিনি। তিনি ছেলের স্কুটির পেছনে বসেছিলেন। কিন্তু বাউদিয়া বাজারের কাছে একটি ডাম্পার তাদের স্কুটির পেছনে ধাক্কা দেয়। 

তবে ছেলের মাথায় হেলমেট ছিল। কিন্তু মা আয়েশার মাথায় হেলমেট ছিল না। পেছন থেকে ডাম্পারের ধাক্কায় ছিটকে পড়েন তিনি। জখম হয়েছিলেন ছেলে আজাদও। কিন্তু সিপিএম প্রার্থীর ছেলে আজাদের অবস্থা আশঙ্কাজনক হয়ে যায়। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু আয়েশার মাথা একেবারে পিষে যায়। স্থানীয়দের দাবি, ঘটনাস্থলেই মৃত্যু হয় আয়েশার। কিন্তু ছেলের মাথায় হেলমেট থাকার জন্য় তিনি অল্পের জন্য রক্ষা পান। তবে রক্তাক্ত হয়েছেন তিনিও। 

স্থানীয় সূত্রে খবর, হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা সিপিএম প্রার্থীকে মৃত বলে ঘোষণা করেন। আহত হয়েছিলেন আমজাদও। তাঁকে মারাত্মক জখম অবস্থায় হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হয়েছে। 

গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। দেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। এদিকে গোটা ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়়িয়ে পড়েছে। 

এদিকে স্থানীয় সূত্রে খবর, এলাকায় নতুন করে সংগঠন মজবুত করার চেষ্টা করছে বামফ্রন্ট। সেই লড়াইয়ের শরিক ছিলেন আয়েশা। মনোনয়ন জমা দিয়ে কঠিন লড়াইতে নেমেছিলেন তিনি। কিন্তু মনোনয়ন জমা দিয়ে ফেরার পথেই মর্মান্তিক মৃত্যু। আচমকাই থেমে গেল লড়াই।  

 

বন্ধ করুন