চোলাই বিরোধী অভিযানকে কেন্দ্র করে ধুন্ধুমার বাঁধল উলুবেড়িয়ায়। পুলিশ এবং আবগারি দফতরের আধিকারিকদের লক্ষ্য করে চলল ইঁটবৃষ্টি। পুলিশ দুষ্কৃতীদের তাড়া করলে দৌড়াতে দৌড়াতেই তারা পুলিশকে লক্ষ্য করে একের পর এক ছুড়ল বোমা। বৃহস্পতিবার দুপুরে এরকম ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো উলুবেড়িয়ায়। যদিও পুলিশের হাত থেকে পালিয়ে বাচঁতে সক্ষম হয় দুষ্কৃতীরা। তবে এই ঘটনায় জড়িতদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
আফগারি সূত্রে জানা যাচ্ছে, উলুবেরিয়ার হীরাপুর একাকার শাখাভাঙ্গা গ্রামে দীর্ঘদিন ধরে বেআইনিভাবে চোলাই বিক্রির অভিযোগ আসছে। এদিন বেআইনি চোলাইয়ের কারবার বন্ধ করতে যৌথ অভিযান চালায় পুলিশ এবং আবগারি দফতরের অধিকারীরা। এদিন অবৈধ চোলাইয়ের কারবার বন্ধে যখন পুলিশ ওই গ্রামে ঢোকে তখন তাদের ঢুকতে বাধা দেয় দুষ্কৃতীরা। মুহুর্মুহু বোমাবর্ষণ করার পাশাপাশি পুলিশকে লক্ষ্য করে ইট, পাথর ছুড়তে থাকে দুষ্কৃতীরা।
পরিস্থিতি নাগালের বাইরে চলে যাওয়ায় পরে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। ওই পুলিশ বাহিনী লাঠি উঁচিয়ে দুষ্কৃতীদের তারা করতেই তারা বোমা ছুড়তে ছুড়তে পালিয়ে যায়। এরপর গ্রামের ভেতরে ঢুকতে সক্ষম হন পুলিশ এবং আফগারি দফতরের আধিকারিকরা। গ্রামে হানা দিয়ে প্রচুর পরিমাণে চোলাই মদ সহ, মদ তৈরির প্রচুর কাঁচামাল বাজেয়াপ্ত করেছেন আফগারি দফতরের আধিকারিকরা।
পুলিশের অনুমান এখানে তৈরি হওয়া চোলাই নদীপথে পূর্ব মেদিনীপুর সহ বিভিন্ন জায়গায় বেআইনিভাবে পাচার করা হতো। নৌকার পাশাপাশি স্টিমারের সাহায্যে এই সমস্ত চোলাই নদী পারাপার করে তা অন্যান্য জেলায় পৌঁছে দেওয়া হতো বলে পুলিশের অনুমান। নৌকাও বাজেয়াপ্ত করেছে পুলিশ।