স্থানীয়দের অভিযোগ গ্রহণের জন্য সন্দেশখালিতে পুলিশের ক্যাম্পে শেখ শাহজাহানের ভাই শেখ সিরাজউদ্দিনের বিরুদ্ধে জমা পড়ল মুঠো মুঠো নালিশ। শনিবার সকালে সন্দেশখালি ১ নম্বর ব্লকের বেড়মজুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ঝুপখালি এলাকার কাঠপোল বাজারে ক্যাম্প করে পুলিশ। সেখানে বেলা ১২টা পর্যন্ত শেখ সিরাজউদ্দিনের নামে জমি দখলের ৪টি অভিযোগ জমা পড়েছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: মেট্রোর কাজ- ট্রায়ালের পরে চিংড়িঘাটায় ৭৫ দিনের ‘ব্লক’, এখন কোন পথে যাবে গাড়ি?
শেখ সিরাজউদ্দিনের বিরুদ্ধে জমি দখলের অভিযোগে শুক্রবার উত্তপ্ত হয়ে ওঠে বেড়মজুর ১ গ্রাম পঞ্চায়েতের ঝুপখালি। তৃণমূল নেতা অজিত মাইতিকে বাড়ি গিয়ে ধোলাই দেন প্রতিবাদীরা। তাঁর বাড়ি ভাঙচুর হয় বলেও অভিযোগ। এর পরই সেখানে ক্যাম্প হবে বলে জানান পুলিশ আধিকারিকরা। শনিবার সকালে গ্রামের একাধিক জায়গায় বলে পুলিশ ক্যাম্প। সেখানে গিয়ে নথিপত্র জমা দিয়ে অভিযোগ দায়ের করেন গ্রামবাসীরা। জমা পড়া ৪টে অভিযোগের সবকটিই শেখ সিরাজের বিরুদ্ধে।
আরও পড়ুন: ‘সন্দেশখালির সমাধান হল আফস্পা’, এক্স হ্যান্ডেলে বিজেপিকে বড় পরামর্শ তথাগতর
স্থানীয় তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো যদিও সিরাজের বিরুদ্ধে অভিযোগ মেনে নিয়েছেন। তিনি বলেন, কিছুদিন আগে কয়েকজন গ্রামবাসী সিরাজের বিরুদ্ধে জোর করে জমি দখলের অভিযোগ করেন। এর পর সিরাজকে দলীয় পদ থেকে সরিয়ে দেওয়া হয়। তাঁকে জমি ফিরিয়ে দেওয়ার নির্দেশও দেওয়া হয় দলের তরফে। সেই প্রক্রিয়া শুরুর আগেই সন্দেশখালিতে বিক্ষোভ শুরু হয়ে যায়। তাতে ব্যস্ত হয়ে পড়ি আমি ও অন্য দলীয় নেতারা। যার ফলে সেই প্রক্রিয়া আর শুরু হয়নি।
সন্দেশখালিতে বিঘার পর বিঘা জমি দখলের অভিযোগ উঠেছে শেখ সিরাজের বিরুদ্ধে। অভিযোগ, গায়ের জোরে ধানি জমি দখল করে ভেড়ি খুড়তেন তিনি। প্রতিবাদ করলে জমির মালিককে তুলে নিয়ে গিয়ে কোদালের বাট দিয়ে মারধর করত সিরাজের অনুগামীরা।