বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > ঝাঁটা, খুন্তি নিয়ে তৈরি থাকার জন্য পরামর্শ কাটোয়ার BJP নেতার, কারণটা জেনে নিন

ঝাঁটা, খুন্তি নিয়ে তৈরি থাকার জন্য পরামর্শ কাটোয়ার BJP নেতার, কারণটা জেনে নিন

বিজেপির কাটোয়া সাংগঠনিক জেলার সহ সভাপতি ধনঞ্জয় হালদার

বিজেপির কোনও নেতার পাকা বাড়ি থাকার পরেও তার নাম যদি আবাস যোজনায় থাকে তবে তাদের নাম আমি দায়িত্ব নিয়ে কাটিয়ে দেব।দাবি বিজেপি নেতার। অন্যদিকে বিডিওকেও ঘেরাও করে রাখার হুঁশিয়ারি দেন তিনি।

সরকারি আবাস যোজনাকে কেন্দ্র করে জেলায় জেলায় ক্ষোভের আঁচ বাড়ছে ক্রমশ। ক্রমেই এনিয়ে সুর চড়াচ্ছে বিজেপি। এবার কালনা ১ বিডিওকে আটকে রাখার হুমকি দিলেন বিজেপি নেতৃত্ব। এমনকী তৃণমূলীদের মুড়ো ঝাঁটা নিয়ে তাড়া করার পরামর্শ দিলেন বিজেপির কাটোয়া সাংগঠনিক জেলার সহ সভাপতি ধনঞ্জয় হালদার। এদিকে বিজেপি নেতৃত্বের এই হুঁশিয়ারিকে ঘিরে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে। ঠিক কী বলেছেন তিনি?

বিডিও অফিসের কাছে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন,যে তৃণমূল পঞ্চায়েত নির্বাচনে ভোট লুঠ করতে চাইবে, গণতন্ত্রকে গলা টিপে ধরতে চাইবে, ওরা বলছে আমরা যা খুশি তাই করব। এই আওয়াজ আমরা শুনতে পারছি। মা বোনেদের বলছি বুথে বুথে তৈরি হোন। ঝাঁটা, লাঠি, কোদাল, খুন্তি নিয়ে তৈরি থাকুন। আগ্নেয়াস্ত্রের দরকার নেই। এগুলো নিয়ে তৈরি থাকুন। অত্য়াচারী, স্বৈরাচারী, ব্যভিচারী তৃণমূলের বিরুদ্ধে লড়াই করার জন্য রুখে দাঁড়ান।এই বেইমানরা যখন বুথে যাবে তখন মুড়ো ঝাঁটা নিয়ে তাড়া করবেন। তবেই বিজেপি শক্তিশালী হবে।

এর সঙ্গেই তিনি জানিয়ে দেন, বিজেপির কোনও নেতার পাকা বাড়ি থাকার পরেও তার নাম যদি আবাস যোজনায় থাকে তবে তাদের নাম আমি দায়িত্ব নিয়ে কাটিয়ে দেব। অন্যদিকে বিডিওকেও ঘেরাও করে রাখার হুঁশিয়ারি দেন তিনি।

এনিয়ে পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, যার পাকা বাড়ি নেই, মাথার উপর ছাদ নেই তিনি তৃণমূলের বড় নেতা হলেও তাঁকে ঘর দিন। কিন্তু ছাদযুক্ত বাড়ি আছে আবার আবাস যোজনায় নাম এমনটা হলে বিডিওকে আটকে রাখব। কারণ তিনিই তো সই করছেন তালিকায়। তৃণমূলের আগ্নেয়াস্ত্রের বিরুদ্ধে আমরা সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে ঝাঁটা নিয়ে লড়াই করব। বুথ দখল করতে এলে ঝেঁটিয়ে বিদায় করব। দাবি বিজেপি নেতার।

 

বন্ধ করুন