বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > বগটুই গণহত্যায় CBI-এর হাতে গ্রেফতার ভাদুর ভাই জাহাঙ্গির শেখ

বগটুই গণহত্যায় CBI-এর হাতে গ্রেফতার ভাদুর ভাই জাহাঙ্গির শেখ

জাহাঙ্গিরকে আদালতে পেশ করছে পুলিশ।

বগটুই গণহত্যায় অন্যতম অভিযুক্ত লালন শেখকে গত সপ্তাহেই গ্রেফতার করে সিবিআই। তার পর গ্রেফতার হল আরও ১ অভিযুক্ত।

বগটুই গণহত্যায় অভিযুক্ত আরও ১ ব্যক্তিকে গ্রেফতার করল সিবিআই। ধৃতের নাম জাহাঙ্গির শেখ। তিনি ভাদু শেখের ভাই। ২১ মার্চ সন্ধ্যায় ভাদু শেখের খুনের পর গ্রামে একাধিক বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। যে ঘটনায় ৯ জনের মৃত্যু হয়েছিল।

অভিযোগ, ভাদু শেখের খুনের পর পেট্রোল জোগাড় করে যারা একের পর এক বাড়িতে আগুন লাগিয়েছিল তাদের অন্যতম জাহাঙ্গির শেখ। গত ২১ জুন সিবিআইয়ের পেশ করা চার্জশিটে জাহাঙ্গিরের নাম রয়েছে। চার্জশিটে তাকে ফেরার দেখিয়েছিলেন তদন্তকারীরা। মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে তাকে গ্রেফতার করে সিবিআই। বুধবার তাকে রামপুরহাট আদালতে পেশ করা হয়েছে।

বগটুই গণহত্যায় অন্যতম অভিযুক্ত লালন শেখকে গত সপ্তাহেই গ্রেফতার করে সিবিআই। তার পর গ্রেফতার হল আরও ১ অভিযুক্ত।

গত ২১ মার্চ বীরভূমের রামপুরহাট শহর লাগোয়া বগটুই গ্রামে খুন হন পঞ্চায়েত উপপ্রধান ভাদু শেখ। এর পর গ্রামের একাধিক বাড়িতে আগুন ধরিয়ে দেয় ভাদুর অনুগামীরা। আগুনে পুড়ে ঘটনাস্থলেই ৭ জনের মৃত্যু হয়। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করলেও বাঁচানো যায়নি ২ জনকে। ঘটনার সিবিআই তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়। এর পর ভাদু শেখ হত্যাকাণ্ড ও বগটুই গণহত্যার সিবিআই তদন্তের নির্দেশ দেয় আদালত।

 

বন্ধ করুন