দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে বাড়ির সামনের পুকুর থেকে উদ্ধার হল তরুণী ও তাঁর জ্যেঠিমার দেহ। শুক্রবার ভোরে ও বিকেলে উদ্ধার হয় দেহদুটি। পরিবারের অভিযোগ, তরুণীর প্রাক্তন প্রেমিক ২ জনকে খুন করে দেহ পুকুরে ফেলে পালিয়েছে। অভিযুক্ত পলাতক। খুঁজছে পুলিশ।
নিহত চুমকি নস্কর (২০)-র সঙ্গে এলাকারই সৌরভ নামে এক যুবকের প্রণয়ের সম্পর্ক ছিল। এর পর চুমকি অন্য এক যুবকের সঙ্গে সম্পর্কে জড়ান। বৃহস্পতিবার রাতে খাওয়া দাওয়ার পর পরিবারের সদস্যরা স্বাভাবিকভাবে যে যার ঘরে ঘুমাতে যান। ভোর ৫টা নাগাদ প্রথমে চুমকির জ্যেঠিমা পূর্ণিমা নস্করের দেহ পুকুরে ভাসতে দেখেন তাঁরা। এর পর তাঁরা বুঝতে পারেন চুমকি নিখোঁজ। মেয়ে প্রেমিকের সঙ্গে পালিয়েছে ভেবে থানায় নিখোঁজ ডায়েরি করেন তাঁরা। বিকেলে পুকুরের জলে চুমকির দেহও ভেসে ওঠে। এর পরই পরিবারের সদস্যরা প্রতিবেশী যুবক সৌরভের বিরুদ্ধে খুনের অভিযোগে সরব হন।
তাদের দাবি, সম্পর্ক ছেদ করায় চুমকিকে হুমকি দিচ্ছিল সৌরভ। সেই চুমকি ও পূর্ণিমাদেবীকে খুন করেছে। ঘটনার পর থেকে মুর্ছা যাচ্ছেন চুমকির মা। গোটা এলাকা শোকস্তব্ধ। অভিযুক্তকে ধরতে তৎপর হয়েছে পুলিশ।