আদিবাসী যুবতীকে গণধর্ষণের অভিযোগ উঠেছিল শিলিগুড়িতে। কয়েকদিন আগে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের ঘোষপুকুরের ওই য়ুবতীকে কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে বাগডোগরায় নিয়ে গিয়ে মদ খাইয়ে গণধর্ষণ করে এক পরিচিত যুবক ও তার বন্ধুরা। পরে নির্যাতিতাকে বিবস্ত্র অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায় তারা বলে অভিযোগ। এবার এই ঘটনাকে ইস্যুকে বিজেপির পাঁচজন মহিলা বিধায়কের দল এবার শিলিগুড়িতে যাচ্ছেন। সেখানে গিয়ে তাঁরা রাজ্যের আইনশৃঙ্খলা অবনতির অভিযোগ তুলবেন বলে খবর।
এদিকে এই ঘটনায় ইতিমধ্যেই দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। পরিবার সূত্রে খবর, ১৬ অগস্ট চা বাগানের কর্মীরা নির্যাতিতাকে বাড়ি পৌঁছে দেন। প্রথমে তিনি মানসিক ভাবে এতটাই ভেঙে পড়েন যে, কথাবার্তাও বন্ধ করে দেন। কয়েকদিন পর নির্যাতিতা যুবতী পরিবারের সদস্যদের সব কথা জানান। তখন তাঁর মেডিক্যাল পরীক্ষা হয়। আর যুবতীর বাড়ির সদস্যরা ফাঁসিদেওয়া থানায় অভিযোগ জানান। সেখান থেকে তাঁদের বাগডোগরা থানায় লিখিত অভিযোগ দায়ের করতে পরামর্শ দেওয়া হয়। এই ঘটনায় আগামীকাল, মঙ্গলবার শিলিগুড়িতে আসবেন বিজেপির পাঁচ মহিলা বিধায়ক। এখান থেকে তাঁরা রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগবেন।
অন্যদিকে এই ঘটনা নিয়ে রাজ্য–রাজনীতিতে শোরগোল পড়ে যায়। বিজেপি এটা নিয়ে রাজনীতি করছে বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের। কারণ ওই যুবতী পরিচিত যুবকের সঙ্গে দেখা করতে গিয়েছিল। সেখানে তৃণমূল কংগ্রেস বা সরকারের কোনও ভূমিকা নেই। এই ঘটনার পর দার্জিলিংয়ের অতিরিক্ত পুলিশ সুপার শুভেন্দ্র কুমার বলেন, ‘পুলিশের কাছে এসেছিল পরিবারের সদস্যরা। বাগডোগরা থানায় এলাকায় ঘটনাটি ঘটেছে। পুলিশ দু’জনকে গ্রেফতার করেছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে। তদন্ত করতে শুরু করেছে পুলিশ।’
আরও পড়ুন: ‘মন খারাপ হওয়ার কোনও কারণই নেই’, দফতর হারিয়ে অকপট মন্ত্রী বাবুল
ঠিক কারা আসছেন শিলিগুড়িতে? এই ঘটনার প্রতিবাদ এবং দোষারোপ করতে বিজেপির পাঁচজন বিধায়কের দল আসছেন শিলিগুড়িতে। মঙ্গলবার সকালেই তাঁরা সেখানে পৌঁছে যাবেন। এই প্রতিনিধিদলে রয়েছেন—অগ্নিমিত্রা পাল, মালতি রাভা রায়, শ্রীরূপা মিত্র চৌধুরী, সুমিতা সিংহ এবং তাপসী মণ্ডল। তাঁরা ওই নির্যাতিতার বাড়ি যাবেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলবেন। গোটা ঘটনা জানার চেষ্টা করবেন বলে সূত্রের খবর।