বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Drug smuggling: বন্ধন এক্সপ্রেসে করে বাংলাদেশে ওষুধ পাচার, ট্রেন থামিয়ে ধরল বিএসএফ

Drug smuggling: বন্ধন এক্সপ্রেসে করে বাংলাদেশে ওষুধ পাচার, ট্রেন থামিয়ে ধরল বিএসএফ

উদ্ধার প্রচুর ওষুধ। প্রতীকী ছবি

রবিবার পেট্রাপোল সীমান্তে কর্তব্যরত জওয়ানরা খবর পান বন্ধন এক্সপ্রেসে করে বাংলাদেশে ওষুধপত্র সহ বিভিন্ন সামগ্রী পাচার করা হচ্ছে। সেই খবর পেয়ে ট্রেনটি পেট্রাপোল সীমান্তের কাছে পৌঁছানো মাত্রই সেটিকে থামিয়ে দেন বিএসএফ জওয়ানরা।

বন্ধন এক্সপ্রেসে করে বাংলাদেশ থেকে ভারতে পাচার করা হচ্ছিল ওষুধ, প্রসাধনী, তামাক সহ পোশাক। তবে পাচারের আগেই এই সমস্ত সামগ্রী উদ্ধার করলেন বিএসএফের জওয়ানরা। রবিবার উত্তর ২৪ পরগনার পেট্রাপোল সীমান্তের কাছে বিএসএফ বন্ধন এক্সপ্রেসে তল্লাশি অভিযান চালায়। সেখানে একটি বগি থেকে এই সমস্ত সামগ্রী উদ্ধার হয়েছে। বিএসএফ সূত্রের খবর উদ্ধার, হওয়া জিনিসপত্রের বাজার মূল্য ৬৮ লক্ষ ৪৫ হাজার টাকা। যদিও এই পাচারের ঘটনায় কাউকে গ্রেফতার বা আটক করার কোনও খবর পাওয়া যায়নি।

বিএসএফ সূত্রে জানা গিয়েছে, রবিবার পেট্রাপোল সীমান্তে কর্তব্যরত জওয়ানরা খবর পান বন্ধন এক্সপ্রেসে করে বাংলাদেশে ওষুধপত্র সহ বিভিন্ন সামগ্রী পাচার করা হচ্ছে। সেই খবর পেয়ে ট্রেনটি পেট্রাপোল সীমান্তের কাছে পৌঁছানো মাত্রই সেটিকে থামিয়ে দেন বিএসএফ জওয়ানরা। এরপর তারা ট্রেনের বিভিন্ন বগিতে তল্লাশি চালিয়ে একটি বগি থেকে প্রসাধনী, ওষুধ, গৃহস্থালীর সামগ্রী এবং কাপড় উদ্ধার করেন। এ ছাড়াও, তামাক, আতশবাজিও পাওয়া গিয়েছে। উদ্ধার হওয়ার সামগ্রী শুল্ক দফতরের হাতে তুলে দিয়েছে বিএসএফ। যদিও এই পাচারচক্রের সঙ্গে কে বা কারা জড়িত তা জানা যায়নি। শুল্ক দফতরের আধিকারিকরা জানার চেষ্টা করছেন। উল্লেখ্য, পেট্রাপোল সীমান্ত হয়ে ভারত থেকে বাংলাদেশে প্রায়ই সোনা পাচারের অভিযোগ পাওয়া যায়। সম্প্রতি ভারত থেকে পেট্রাপোল সীমান্ত হয়ে বাংলাদেশে সোনা পাচারের অভিযোগে একাধিক ব্যক্তিকে গ্রেফতার করেছে বিএসএফ।

এদিকে, দিন কয়েক আগে ভারত থেকে বাংলাদেশে ওষুধ পাচারের সময় এক পাচারকারীকে হাতেনাতে ধরে ছিল বিএসএফ। জমিতে জল দেওয়ার পাইপের ভিতরে ওষুধ পাচার করা হচ্ছিল। বাংলাদেশে পাচারের আগেই ব্যথার ওষুধ সহ ওই পাচারকারীকে পাকড়াও করে বিএসএফ। মুর্শিদাবাদের রানিনগরের কাহারপাড়া বাংলাদেশ সীমান্তে তাকে ধরা হয়। বিএসএফের ১১৭ নম্বর ব্যাটেলিয়ন সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম বিক্রম দাস। বাড়ি রানিনগর থানার কাতলামারির কাহারপাড়া এলাকায়। ধৃতের কাছ থেকে প্রায় পাঁচ লক্ষ টাকার ওষুধ বাজেয়াপ্ত করা হয়েছে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন