টিটাগড় বড় মসজিদের কাছে রাজ চক্রবর্তীর ওপর হামলার চেষ্টা
১ মিনিটে পড়ুন . Updated: 25 Jan 2022, 08:02 PM IST- মঙ্গলবার টিটাগড় বড় মসজিদের পাশে পার্কের উদ্বোধন করে অন্য একটি অনুষ্ঠানে যাচ্ছিলেন রাজ। তখনই তাঁর ওপর পিছন থেকে হামলা চালায় ২ দুষ্কৃতী।
নিজের বিধানসভাকেন্দ্রে হামলার মুখে তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তী। মঙ্গলবার টিটাগড়ে বড় মসজিদের পাশে একটি পার্কের উদ্বোধনে গিয়ে অল্পের জন্য রক্ষা পান তিনি। ঘটনায় স্থানীয় ২ দুষ্কৃতীর নাম করছেন স্থানীয়রা।
মঙ্গলবার টিটাগড় বড় মসজিদের পাশে পার্কের উদ্বোধন করে অন্য একটি অনুষ্ঠানে যাচ্ছিলেন রাজ। তখনই তাঁর ওপর পিছন থেকে হামলা চালায় ২ দুষ্কৃতী। তাঁকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেওয়ার চেষ্টা করে তারা। বিধায়কের নিরাপত্তারক্ষীরা রুখে দাঁড়ানোয় অঘটন ঘটেনি। এর পর তৃণমূলকর্মীরা রাজকে ঘটনাস্থল থেকে বার করে আনেন।
স্থনীয়দের দাবি, পারভেজ ও গিয়াসু নামে ২ দুষ্কৃতী হামলা চালিয়েছে। মণীশ শুক্ল ঘনিষ্ঠ বলে পরিচিত এই ২ দুষ্কৃতী সম্প্রতি তৃণমূলে যোগদান করে। তবে তারা কেন বিধায়কের ওপর হামলা চালাল তা জানা যায়নি।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বারাকপুরের পুলিশ কমিশনার মনোজ ভার্মা, অতিরিক্ত কমিশনার অজয় ঠাকুরসহ পুলিশ আধিকারিকরা। পৌঁছন বারাকপুর জেলা তৃণমূল সভাপতি পার্থ ভৌমিক।