বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Burma Teak Recovered: জলপাইগুড়ি থেকে উদ্ধার কোটি টাকার বার্মা টিক, কোথায় পাচার করা হচ্ছিল?

Burma Teak Recovered: জলপাইগুড়ি থেকে উদ্ধার কোটি টাকার বার্মা টিক, কোথায় পাচার করা হচ্ছিল?

কোটি টাকার বার্মা টিক কাঠ উদ্ধার

মাঝরাতে ওই খবর উপর ভিত্তি করে রাজগঞ্জের পানিকৌড়ি এলাকায় টিম নিয়ে ঘাপটি মেরে বসেছিলেন রেঞ্জ অফিসার সঞ্জয় দত্ত। আর রাতে তাঁরা সন্দেহভাজন একটি ট্রাক এবং কন্টেইনার দাঁড় করিয়ে তল্লাশি করেন। এই তল্লাশিতেই বেরিয়ে আসে গাড়ি ডিকি ভর্তি বার্মা টিক। এখন যার আনুমানিক বাজারমূল্য এক কোটি টাকা।

পাচারের ঠিক আগে প্রায় এক কোটি টাকার বার্মা টিক কাঠ উদ্ধার করল বেলাকোবা রেঞ্জের বন কর্মীরা। বৃহস্পতিবার মাঝরাতে বৈকন্ঠপুর বনবিভাগের বেলাকোবা রেঞ্জের রেঞ্জ অফিসার সঞ্জয় দত্ত খবর পান ৩১ নম্বর জাতীয় সড়ক ধরে অসম থেকে কলকাতায় পাচার করা হবে প্রচুর পরিমাণ বার্মা টিক। সেই খবরের উপর ভিত্তি করেই অপারেশন চালায় বন দফতর। আর বমাল ধরা হয়।

ঠিক কী করেছে বন দফতর?‌ মাঝরাতে ওই খবর উপর ভিত্তি করে রাজগঞ্জের পানিকৌড়ি এলাকায় টিম নিয়ে ঘাপটি মেরে বসেছিলেন রেঞ্জ অফিসার সঞ্জয় দত্ত। আর রাতে তাঁরা সন্দেহভাজন একটি ট্রাক এবং কন্টেইনার দাঁড় করিয়ে তল্লাশি করেন। এই তল্লাশিতেই বেরিয়ে আসে গাড়ি ডিকি ভর্তি বার্মা টিক। এখন যার আনুমানিক বাজারমূল্য এক কোটি টাকা। দুই গাড়ির চালককে গ্রেফতার করা হয়েছে। নাকা চেকিং করতেই ধরা পড়ে ট্রাক ও কন্টেইনার।

ঠিক কী তথ্য পেয়েছে বন দফতর?‌ এই ঘটনার তদন্তে নেমে বন দফতরের অফিসাররা জানতে পারেন, ধৃতরা কলকাতায় সুনীল এবং গোপাল ভালোটিয়ার কাছে কাঠগুলি পাচার করতে যাচ্ছিল। ট্রাক ও কন্টেইনার মিলে প্রায় এক কোটি টাকার কাঠ রয়েছে। এই মূল্যবান কাঠও চোরাই করে আনা হয়েছে। ধৃত দু’‌জনের মধ্যে একজনের বাড়ি কেরল অন্যজনের বাড়ি অন্ধ্রপ্রদেশ। ধৃতদের নাম সাজি এন এবং শঙ্কর গঙ্গা রাজু। আগামীকাল, শনিবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে তোলা হবে।

আর কী জানা যাচ্ছে?‌ বন দফতর সূত্রে খবর, অসমের ইমতিয়াজ আলি নামে এক ব্যক্তি এই কাঠ পাচারের নেপথ্যে রয়েছেন। তাঁর কাছে পৌঁছনোর চেষ্টা করা হচ্ছে। এই তথ্য থেকে স্পষ্ট গোটা ঘটনার পিছনে আন্তঃরাজ্য কাঠ পাচার চক্র কাজ করছে। আর কাঠ পাচারের ক্ষেত্রে কলকাতারও একটি বড় চক্র সক্রিয় হয়েছে। সেক্ষেত্রে চাঁইয়ের হদিশ পেতে চাইছেন তদন্তকারীরা। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে বন দফতর। চলছে দফায় দফায় জেরা।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

Haryana and JNK Election Haryana and JNK Election
বাংলার মুখ খবর

Latest News

চলতি বছরই ফের গাঁটছড়া বেঁধেছেন, এর মধ্যে সুখবর দিলেন কাঞ্চন! কী জানালেন? হরিয়ানায় লজ্জার হার কৃষক নেতা গুরনামের, জুটল মোটে ১১৭০ ভোট, পাশে নেই ১% লোকও ষষ্ঠীতে T20I-এর লড়াই সূর্যকুমার ও হরমনপ্রীতদের, ভারতের ২টি ম্যাচ দেখবেন কীভাবে? পুজোয় নয়া কর্মসূচি ডাক্তারদের, ষষ্ঠীতে কলকাতা জুড়ে 'অভয়া পরিক্রমা' হরিয়ানা ছুঁল পুরনো রেকর্ড, বিধানসভায় সর্বোচ্চ সংখ্যক মহিলা, কোন দলের কতজন জিতলেন আরজি কর বিতর্ক অতীত, পুজোয় 'আপনজন' সৌরভ নিলেন ২০০ জন শিশুর পড়াশোনার দায়িত্ব জম্মু-কাশ্মীরে খাতা খুলল AAP, বিজেপিকে চমকে দেওয়া মালিককে ফোন কেজরির কল্যাণী-সহ শিয়ালদায় ২০ পুজো স্পেশাল লোকাল ট্রেন চলবে! কখন ছাড়বে? রইল টাইমটেবিল আগেরদিন পা কাঁপছিল, আর এখন বাংলাদেশ বলছে মায়াঙ্কের মতো বোলারকে আমরা নেটে খেলি! চতুর্থবারের জন্য জাতীয় পুরস্কার পেতেই উচ্ছ্বসিত মনোজ! বললেন 'ভাবতাম একবার যদি…'

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.