বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Siliguri: বিহার থেকে বেআইনিভাবে সোনা বিক্রি বাংলায়, গ্রেফতার ২, উদ্ধার ১ কেজি সোনা

Siliguri: বিহার থেকে বেআইনিভাবে সোনা বিক্রি বাংলায়, গ্রেফতার ২, উদ্ধার ১ কেজি সোনা

ধৃতদের নিয়ে যাওয়া হচ্ছে আদালতে। নিজস্ব ছবি

ডিআরআই সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তির কাছ থেকে যে সোনা উদ্ধার হয়েছে তার আনুমানিক মূল্য ৪৮ লক্ষ ৭০ হাজার ৪৭ টাকা। সোনা কেনার জন্য অগ্রিম ৩২ লক্ষ ২৯ হাজার ৫০০ টাকা বিহারের ওই বাসিন্দাকে দিয়েছিলেন সুরেন্দ্র কুমার।

বেআইনিভাবে সোনা কেনা বেচার অভিযোগে বিহারের এক বাসিন্দা-সহ ২ জনকে গ্রেফতার করল ডিআরআই। তাদের কাছে উদ্ধার হয়েছে এক কেজি ওজনের সোনার বাট। ধৃতদের নাম হল শাহাদাত হোসেন এবং সুরেন্দ্র কুমার শাহ। রবিবার শিলিগুড়ি বাস টার্মিনাস থেকে তাদের গ্রেফতার করা হয়। এরপর গতকাল তাদের শিলিগুড়ি মহকুমা হলে পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচার।

জানা গিয়েছে, বেআইনিভাবে সোনা কেনা বেচার খবর পুলিশের কাছে আগেই ছিল। সেইমতো গত রবিবার শিলিগুড়ি বাস টার্মিনাসে হানা দিয়ে প্রথমে বিহারের বাসিন্দা শাহাদাত হোসেনকে আটক করে ডিআরআই। এরপর তল্লাশি চালাতেই তার ব্যাগ থেকে উদ্ধার হয় ৯৩৩ গ্রাম ওজনের একটি সোনার বিস্কুট ও নগদ ৩২ লক্ষ ২৯ হাজার ৫০০ টাকা। তাকে জিজ্ঞাসাবাদ করে ডিআরআই-এর আধিকারিকরা জানতে পারেন যে বিহার থেকে সোনা এনে তা বিক্রি করা হচ্ছে পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায়। এরপরে জলপাইগুড়ির দিনবাজারের বাসিন্দা সুরেন্দ্রকুমার শাহের নাম জানতে পারেন গোয়েন্দারা।

পরে তাকেও গ্রেফতার করা হয়। ডিআরআই সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তির কাছ থেকে যে সোনা উদ্ধার হয়েছে তার আনুমানিক মূল্য ৪৮ লক্ষ ৭০ হাজার ৪৭ টাকা। সোনা কেনার জন্য অগ্রিম ৩২ লক্ষ ২৯ হাজার ৫০০ টাকা বিহারের ওই বাসিন্দাকে দিয়েছিলেন সুরেন্দ্র কুমার। বাকি টাকা সোনা কেনার পরে দেওয়ার কথা ছিল। তবে তার আগেই হানা দিয়ে তাদের গ্রেফতার করে ডিআরআই। তদন্তকারীদের অনুমান, এভাবেই তারা বেআইনিভাবে সোনা কেনাবেচা করত। এর সঙ্গে আরও অনেকে জড়িত রয়েছে বলে মনে করছেন গোয়েন্দারা। তা জানার চেষ্টা করা হচ্ছে।

বন্ধ করুন