বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > TMC group clash Krishnagar: মহুয়া অনুগামীদের বিরুদ্ধে ক্লাবে হামলার অভিযোগ, কৃষ্ণনগরে TMC-র গোষ্ঠীদ্বন্দ্ব

TMC group clash Krishnagar: মহুয়া অনুগামীদের বিরুদ্ধে ক্লাবে হামলার অভিযোগ, কৃষ্ণনগরে TMC-র গোষ্ঠীদ্বন্দ্ব

তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)

মঙ্গলবার রাতে একদল দুষ্কৃতী ওই ক্লাবে যায়। তারা ক্লাবের সদস্যের কাছে জানতে চায় কত টাকা চাঁদা উঠেছিল। তা জানাতে ক্লাবের সদস্যরা অস্বীকার করায় এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। আহত সদস্যরা কৃষ্ণনগরের শক্তিনগর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সামনেই পঞ্চায়েত ভোট। তার আগে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হয়ে উঠল কৃষ্ণনগর। কালীপুজোর চাঁদাকে কেন্দ্র করে তৃণমূলের একটি ক্লাবে হামলা চালাল দুষ্কৃতীরা। যারা হামলা চালিয়েছে তারা তৃণমূল আশ্রিত দুষ্কৃতী বলেই অভিযোগ তুলেছে পুজো কমিটি। আর এই হামলার সঙ্গে জড়িতরা তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের অনুগামী বলেই অভিযোগ উঠেছে। ঘটনায় ক্লাবের ৪ থেকে ৫ জন সদস্য আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণনগরের কোর্টপাড়া অ্যাম্বিশন ক্লাবে।

মেরে তৃণমূল নেতার দুই পা ভেঙে দিল দুষ্কৃতীরা, অভিযোগ দলেরই কর্মীদের বিরুদ্ধে

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে একদল দুষ্কৃতী ওই ক্লাবে যায়। তারা ক্লাবের সদস্যের কাছে জানতে চায় কত টাকা চাঁদা উঠেছিল। তা জানাতে ক্লাবের সদস্যরা অস্বীকার করায় এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। আহত সদস্যরা কৃষ্ণনগরের শক্তিনগর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। যার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

তৃণমূলের স্থানীয় কাউন্সিলরের অভিযোগ, মহুয়ার অনুগামীরা এই হামলা চালিয়েছে। তাদের আরও অভিযোগ, ঘটনা পরেই কোতোয়ালি থানায় অভিযোগ জানানো হয়েছে। তবে হামলাকারীরা মহুয়া গোষ্ঠীর অনুগামী বলেই তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। যদিও এ বিষয়ে সাংসদের অফিসের তরফে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি। এই ঘটনায় অবশ্য গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ মানতে নারাজ তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দেবাশিস রায়। এই হামলার জন্য তিনি বিজেপিকে দায়ী করেছেন। পাল্টা বিজেপি তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি। হামলাকারীদের গ্রেফতার না করা প্রসঙ্গে বিজেপি নেতা সন্দীপ মজুমদারের বক্তব্য, পুলিশ এখন তৃণমূলের কথায় ওঠে বসে। তাহলে বোঝাই যাচ্ছে কারা এই হামলা করেছে।

বন্ধ করুন