বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Central award: কেন্দ্রের কাছে পুরস্কৃত হল বাংলার ২টি হাসপাতালের লেবার রুম

Central award: কেন্দ্রের কাছে পুরস্কৃত হল বাংলার ২টি হাসপাতালের লেবার রুম

বসিরহাট জেলা হাসপাতাল এবং বারুইপুর মহকুমা হাসপাতাল। 

কেন্দ্রের তরফে বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করার পর বসিরহাট জেলা হাসপাতাল এবং বারুইপুর মহকুমা হাসপাতালের প্রসূতি বিভাগ দেখে সন্তুষ্ট হয়েছে কেন্দ্রীয় প্রতিনিধি দল। মানদণ্ডের নিরিখে ৮৭ থেকে ৯৫ শতাংশ সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছে এই দুটি হাসপাতাল। তাদের পরিষেবা দেখে সন্তুষ্ট হয়েছেন আধিকারিকরা। 

রাজ্যের মুকুটে নয়া পালক। আবারও জাতীয় স্তরে পুরস্কার পেল বাংলা। এর আগেও বহু ক্ষেত্রে কেন্দ্র থেকে পুরস্কার পেয়েছে পশ্চিমবাংলা। এবার জাতীয় স্তরে পুরস্কৃত হল বাংলার দুটি হাসপাতালের লেবার রুম। দক্ষিণ ২৪ পরগনায় বারুইপুর মহকুমা হাসপাতাল এবং উত্তর ২৪ পরগনার বসিরহাট জেলা হাসপাতালের লেবার রুমকে পুরস্কৃত করেছে কেন্দ্র। সম্প্রতি বিভিন্ন রাজ্যের হাসপাতালগুলির প্রসূতি বিভাগ পরিদর্শন করেছে কেন্দ্র। তাতে প্রসূতি বিভাগের গুণগতমান যাচাই করার পর বাংলার দুই হাসপাতালে লেবার রুমকে পুরস্কৃত করেছে কেন্দ্র।

কেন্দ্রের তরফে বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করার পর বসিরহাট জেলা হাসপাতাল এবং বারুইপুর মহকুমা হাসপাতালের প্রসূতি বিভাগ দেখে সন্তুষ্ট হয়েছে কেন্দ্রীয় প্রতিনিধি দল। মানদণ্ডের নিরিখে ৮৭ থেকে ৯৫ শতাংশ সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছে এই দুটি হাসপাতাল। তাদের পরিষেবা দেখে সন্তুষ্ট হয়েছেন আধিকারিকরা। এরপরেই উভয় হাসপাতালকে কেন্দ্রের তরফে সার্টিফিকেট দেওয়া হয়েছে। শুধু হাসপাতালে নয়, এর আগে বহু ক্ষেত্রে কেন্দ্রীয় পুরস্কার জিতেছে বাংলা। সম্প্রতি কেন্দ্রীয় সরকারের জলশক্তি মন্ত্রক থেকে তিনটি পুরস্কার পেয়েছে রাজ্যের ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প। রাজ্যের ক্ষুদ্র শিল্প উন্নয়ন নিগমকে রাজ্য পিএসইউ লিডারশিপ অ্যাওয়ার্ড, ইমার্জিং টেকনোলজি এবং নেশন বিল্ডিং এই তিনটি ক্যাটেগরিতে পুরস্কার দেওয়া হয়েছে। রাজ্যের তরফে জানানো হয় বাংলার ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্পের ব্যাপক উন্নয়নের পরিপ্রেক্ষিতে এই পুরস্কার দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি দীপক মিশ্র পুরস্কার তুলে দেন।

 এছাড়া রাষ্ট্রপতির কাছে পুরস্কৃত হয়েছিল দুয়ারে সরকার। প্ল্যাটিনাম অ্যায়াওয়ার্ড পেয়েছিল দুয়ারে সরকার প্রকল্প। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে পুরস্কার নিয়েছিলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এরপরেই রাজ্যের সাফল্যের কথা তুলে ধরেছিলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। কেন্দ্রের কাছে আবারও একবার পুরস্কার পেল রাজ্য।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন