রাজনীতিতে এক দু'দিন অনেক গুরুত্বপূর্ণ হয়ে যায়। তৃণমূল কংগ্রেসের সঙ্গে আবারও আসন সমঝোতা ভেস্তে গেলেও এখনও আশাবাদী কংগ্রেস। কংগ্রেস মুখপাত্র এখনও আশা করেন যে কোনদিন তৃণমূল সঙ্গে আসন সমঝোতা হয়ে যেতে পারেন।
রাজ্যের শাসকদলের কাছে জোট করতে চেয়ে, নতুন প্রস্তাব দিয়েছিল কংগ্রেস, সেই প্রস্তাবও বাতিল করে দিয়েছে ঘাসফুল শিবির।
কী প্রস্তাব দেওয়া হয়েছিল?
সূত্রের খবর, সূত্রের খবর, বাংলায় পাঁচটি আসন দাবি করেছে কংগ্রেস। এর বিনিময়ে তৃণমূল পড়শি রাজ্য অসমে দুটি ও মেঘালয়ে একটি আসন দাবি করেছে। কিন্তু তৃণমূল পাঁচটি আসন ছাড়তে রাজি নয়। তারা পত্রপাঠ এই প্রস্তাব খারিজ করে দিয়েছে। তার আগের অবস্থানে থেকে এখনও দুটি আসন ছেড়ে দিতে রাজি আছে।
আরও পড়ুন। টার্গেট ৩৫, এক সপ্তাহে ৩ বার বাংলায় প্রচারে আসবেন মোদী, শুরু আরামবাগ দিয়ে
আরও পড়ুন। 'বাংলায় বিষ ঢোকানো হচ্ছে', শুভেন্দুর 'কুকথা'র কোলাজ ভিডিয়ো দিয়ে লিখলেন অভিষেক
রমেশের সংবাদিক বৈঠক
শুক্রবার জয়রাম রমেশ সাংবাদিকদের বলেন, 'দরজা এখনও বন্ধ হয়নি। মমতার সঙ্গে কথা বার্তা চলছে। বারবার বলে এসেছি, এখনও বলছি। কোনও কিছুই চূড়ান্ত হয়নি, তবে চলছে। বাংলায় যে ছয়দিন ছিলাম, বারবার বলেছি। আপনারা শোনেনি বা বিশ্বাস করেননি। সপা, আপ নিয়েও আপনারা একই কথা বলেছেন, সমঝোতা হয়ে গেল তো? তৃণমূলের কে কী বলছে জানি না, ওদের সুপ্রিম নেত্রী বারবার বলে এসেছেন উনি ‘ইন্ডিয়া’র সঙ্গে আছেন। বিজেপিকে রুখতে সর্বতোভাবে লড়াইয়ে আছেন। এরপরও আপনাদের এত প্রশ্ন কেন?' রমেশে আশা শেষ মুহূর্তে বরফ গলে পারে।
বরফ কী গলবে?
বরফ গলাতে কী কংগ্রেস-তৃণমূল আলোচনা চলছে? দলীয় সূত্র তা মানতে নারাজ। নাম প্রকাশে অনিচ্ছুক তৃণমূলের এক শীর্ষ নেতার মতে, 'কংগ্রেসের এই ধরনের বক্তব্যের কোনও সারবত্তা নেই। বাংলায় দূরবীন দিয়ে খুঁজলেও এমন তৃতীয় আসন পাওয়া যাবে না, যেখানে কংগ্রেস জিততে পারে। তবে যদি কোনও রফা হয়, সেটা দ্রুত জানিয়ে দেওয়া হবে।'
আরও পড়ুন। নন্দীগ্রামে তৃণমূল নেতাকে মারধর, মোটরসাইকেল ভাঙার অভিযোগ BJPর বিরুদ্ধে
আরও পড়ুন। ‘কংগ্রেসের সঙ্গে আপের জোট হলেই কেজরিওয়াল গ্রেফতার হবেন’, লোকসভার আগে আশঙ্কায় কেজরি শিবির
আশাবাদী কংগ্রেস
তৃণমূল নেতা ওই বক্তব্য রমেশকে জানালে, তিনি বলেন, 'তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এটাও বলেছেন, তৃণমূল ইন্ডিয়া জোটের অবিচ্ছেদ্য শরিক। রাজনীতিতে এই ধরনের কথা চলতেই থাকে। রাজনীতিতে দু-দিন অনেক বড় সময় হয়।'