রাম নবমীর পর ৫ দিন ধরে মিছিল কেন? সরকারি মঞ্চ থেকে এই প্রশ্ন করে মুখের ওপর জবাব পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার প্রশ্নের উত্তরে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মুখোপাধ্যায় বলেন, প্রশাসনের অনুরোধেই এক এক দিন এক এক এলাকায় মিছিল হচ্ছে।
সোমবার খেজুরিতে সরকারি পরিষেবা বিতরণ শিবির থেকে স্বভাসিদ্ধ ভঙ্গিতে রাজনৈতিক মন্তব্য রাখতে শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাম নবমীর মিছিলে অশান্তির জন্য সরকারি মঞ্চ থেকে বিজেপিকে কাঠগড়ায় তোলেন তিনি। বলেন, ‘বিজেপির আমলে দেখছি পরিস্থিতি উত্তপ্ত করে তোলা বচ্ছে। রমজান মাসে রোজা চলছে। অন্নপূর্ণা পুজো রয়েছে, সেখানে রাম নবমীর মিছিল ৫ দিন ধরে হবে কেন? রাম নবমীর দিন মিছিল করো। তাতে কোনও আপত্তি নেই। কিন্তু বন্দুক নিয়ে মিছিল করা হচ্ছে কেন? অনুমতি দেওয়া না হলেও ইচ্ছা করে সংখ্যালঘু এলাকায় ঢুকে যাচ্ছে।’
এদিন হিংসা কবলিত রিষড়ায় যাওয়ার পথে কোন্নগরে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে বাধা দেয় পুলিশ। সেখানেই অবস্থানে বসেন তিনি। মুখ্যমন্ত্রীর মন্তব্যের জবাবে সাংবাদিকদের তিনি বলেন, ‘প্রশাসনের অনুরোধেই এক এক দিন এক এক জায়গায় মিছিল হচ্ছে। সব জায়গায় অনুমতি নিয়েই মিছিল হচ্ছে। আলাদা আলাদা দিনে মিছিল করলেও ওনার প্রশাসন সামলাতে পারছে না। এক দিনে মিছিল করলে তাহলে কী হতে পারত ভেবে দেখুন।’
হাওড়ার পর রিষড়াতেও হিংসা নিয়ন্ত্রণে পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করেন সুকান্ত। বলেন, যারা হামলা করেছে তাদের গ্রেফতার করার বদলে পুলিশ আক্রান্তদের তাড়া করে বেড়াচ্ছে।