পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘দেশবিরোধী শক্তি’ বললেন বিরোধী দলনেতা। তিনি বলেন, চন্দ্রযানের সাফল্যের পিছনে থাকা বিজ্ঞানীদের নিয়েও আঞ্চলিকতার রাজনীতি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওনার সঙ্গে যাদবপুর মডেলের কোনও ফারাক নেই।
শনিবার সন্ধ্যায় খেজুরিতে সভা শেষে শুভেন্দুবাবু সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘ইসরোর বিজ্ঞানী নিয়েও বাঙালি - অবাঙালি করতে নেমে পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। এই যে আঞ্চলিকতার সংকীর্ণতা এ খুব বিপজ্জনক দেশের মধ্যে। মমতা বন্দ্যোপাধ্যায় দেশ বিরোধী শক্তি। বিজ্ঞানী মানে ভারতের বিজ্ঞানী। নাসা আমেরিকা নিয়ন্ত্রণ করে সেখানে ভারতীয় বিজ্ঞানীরা কাজ করেন। আর আমাদের ইসরোয় কোনও আমেরিকার বিজ্ঞানী নেই। মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাবে জাতীয়তাবাদকে বিভাজনের রাজনীতি করেন, যাদবপুর মডেলও তাই’।
এদিনের সভা থেকে তৃণমূলের বিরুদ্ধে ঘোড়া কেনাবেচার অভিযোগ করেন তিনি। সঙ্গে যে সব বিজেপি প্রার্থীরা ভোটে জিতে তৃণমূলে নাম লিখিয়েছেন তাদের বয়কটের ডাক দেন শুভেন্দু।
গত ২৩ অগাস্ট চাঁদের মাটিতে ভারতের চন্দ্রযান ৩এর অবতরণের আগে বিজ্ঞানীদের শুভেচ্ছা জানিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক এক্স বার্তায় তিনি এই অভিযানে বাঙালি বিজ্ঞানীদের অবদানও স্মরণ করিয়েছিলেন। তাতেই আপত্তি শুভেন্দুবাবুর।