বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > পেগাসাস দিয়ে পুলিশ আধিকারিকদের ফোনে আড়ি পাতেন মমতা: সুকান্ত

পেগাসাস দিয়ে পুলিশ আধিকারিকদের ফোনে আড়ি পাতেন মমতা: সুকান্ত

শুক্রবার জলপাইগুড়িতে সুকান্ত মজুমদার। নিজস্ব চিত্র

পেগাসাস ইস্যুতে পালটা মমতা বন্দ্যোপাধ্যায়কে বিদ্ধ করলেন সুকান্ত মজুমদার।

এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাজ্যের পুলিশ আধিকারিকদের ফোনে আড়ি পাতার অভিযোগ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। শুক্রবার জলপাইগুড়িতে দলীয় কর্মীদের সঙ্গে দোল খেলার পর এই অভিযোগ করেন তিনি। সুকান্তর প্রশ্ন, ফোনে আড়ি না পাতলে মুখ্যমন্ত্রী কী করে জানলেন পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপারকে রাজ্যপাল ফোন করেন কি না।

এদিন সুকান্তবাবু পেগাসাস ইস্যুকে মমতা বন্দ্যোপাধ্যায়কে তুমুল আক্রমণ করেন। বলেন, ‘দেশে পশ্চিমবঙ্গই প্রথম রাজ্য যারা পেগাসাস কেনে। রাজ্যের এক বিতর্কিত পুলিশ আধিকারিক পেগাসাস কিনতে জার্মানিতে গিয়েছিলেন। কিন্তু সেখানে সুবিধা করতে পারেননি। পরে ইজ়রায়েল থেকে পশ্চিমবঙ্গ সরকারের জন্য সফটওয়্যার কিনে আনেন তিনি।’

সুকান্তবাবু বলেন, ‘কিছুদিন আগে প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপারকে জিজ্ঞাসা করেছিলেন, আপনাকে রাজ্যপাল ফোন করেন তো? ফোনে আড়ি না পাতলে উনি কী করে জানলেন রাজ্যপাল পুলিশ সুপারকে ফোন করেন কি না?’

এদিন জলপাইগুড়িতে দলের কর্মীদের সঙ্গে দোল খেলেন সুকান্তবাবু।

 

বন্ধ করুন