বীরভূমের পর শুট আউটের ঘটনা ঘটল বারুইপুরে। কাকা সহ দুজনকে গুলি করে খুন করল ভাইপো। এমন অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। স্থানীয়রা অভিযুক্তর বাড়ি ভাঙচুর করার পাশাপাশি আগুন লাগিয়ে দেন। ঘটনায় এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। ঘটনাটি বারুইপুরের নবগ্রাম গ্রাম পঞ্চায়েতে ঘটেছে। মৃত কাকার নাম সাজ্জাদ মণ্ডল, অপর মৃত ব্যক্তির নাম সইফুদ্দিন লস্কর। ঘটনার পরেই বারুইপুর থানার পুলিশ অভিযুক্ত ভাইপো আব্দুল মজিদ মণ্ডলকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত দুটো নাগাদ। কাকা, ভাইপো সহ ওই তিনজনে মিলে মদ্যপান করছিলেন। সেই সময় কোনও একটি বিষয়কে কেন্দ্র করে কাকা ও ভাইপোর মধ্যে বচসা বাঁধে সেই বচসার মধ্যে আচমকা আব্দুল মজিদ পিস্তল বের করে তার কাকাকে লক্ষ্য করে গুলি চালায়। তাকে বাঁধা দিতে গেলে সইফুদ্দিনও গুলিবিদ্ধ হন। ঘটস্থালেই মৃত্যু হয় সাজ্জাদ মণ্ডলের। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সইফুদ্দিনের মৃত্যু হয়।
এদিকে, এই ঘটনার খবর গ্রামে ছড়িয়ে পড়তেই ব্যাপক উত্তেজনা ছড়ায়। উত্তেজিত গ্রামবাসীরা আব্দুল মজিদের বাড়ি ভাঙচুর করার পাশাপাশি তার বাড়িতে আগুন লাগিয়ে দেন। আগুনে তার গোটা বাড়ি পুড়ে পুড়ে যায়। ঘটনার খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী পৌঁছায় ওই এলাকায়। এই ঘটনায় কী নিয়ে কাকা ভাইপোর মধ্যে বচসা তা জানার চেষ্টা করছে পুলিশ। পাশাপাশি কোথা থেকে আব্দুল মাজিদ আগ্নেয়াস্ত্র পেয়েছিল সে বিষয়টিও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
প্রসঙ্গত, মঙ্গলবার বীরভূমের মহম্মদ বাজারে শুট আউটের ঘটনা ঘটে। পাথর খাদানের এক কর্মীকে গুলি করে খুনের অভিযোগ ওঠে। পাশাপাশি প্রাথমিক স্কুলের এক শিক্ষকও গুলিবিদ্ধ হন। বর্তমানে সিউড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওই শিক্ষক। ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।