বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Birbhum: মর্মান্তিক ঘটনা! মুম্বইয়ে কাজে গিয়ে ঢালাই চাপা পড়ে মৃত্যু পরিযায়ী শ্রমিকের

Birbhum: মর্মান্তিক ঘটনা! মুম্বইয়ে কাজে গিয়ে ঢালাই চাপা পড়ে মৃত্যু পরিযায়ী শ্রমিকের

মৃত্যু পরিযায়ী শ্রমিকের। প্রতীকী ছবি।

পারিবারিক সূত্রে জানা গিয়েছে, পিন্টু মাল নির্মাণ কাজের সঙ্গে যুক্ত। গত দু'বছর ধরে বাণিজ্যনগরী মুম্বইয়ে সে নির্মাণ কাজ করছিল। মঙ্গলবার নির্মাণ কাজ চলার সময়ই ঢালাইয়ের একটি অংশ তার মাথার উপর খসে পড়ে। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

পুজোর আনন্দে মাতোয়ারা রাজ্যবাসী। চারদিকে বইছে খুশির হাওয়া। কিন্তু, সেই আনন্দ ম্লান হয়ে গেল বীরভূমের নলহাটির শীতল গ্রামের একটি বাড়িতে। ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু হল এই বাড়ির একমাত্র উপার্জনকারী যুবকের। মৃত ওই পরিযায়ী শ্রমিকের নাম পিন্টু মাল। গত মঙ্গলবার ঢালাই চাপা পড়ে মৃত্যু হয়েছে বছর আঠাশের ওই শ্রমিকের। সেই খবর বাড়িতে পৌঁছতেই শোকের ছায়া নেমে আসে। আজ শুক্রবার তার মৃতদেহ বাড়িতে এসে পৌঁছয়।

নির্মাণস্থলে ভূমিধস, কেরলের কোচিতে মর্মান্তিক মৃত্যু বাংলার চার পরিযায়ী শ্রমিকের

পারিবারিক সূত্রে জানা গিয়েছে, পিন্টু মাল নির্মাণ কাজের সঙ্গে যুক্ত। গত দু'বছর ধরে বাণিজ্যনগরী মুম্বইয়ে সে নির্মাণ কাজ করছিল। মঙ্গলবার নির্মাণ কাজ চলার সময়ই ঢালাইয়ের একটি অংশ তার মাথার উপর খসে পড়ে। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এদিন তার মৃতদেহ বাড়িতে পৌঁছানোর পরেই কান্নায় ভেঙে পড়েন পরিবার-পরিজনের। পরিবারের সদস্যরা জানিয়েছেন, তার সঙ্গে গ্রামের অন্যান্য যুবকরাও কাজে গিয়েছিলেন। তারাই বাড়িতে ফোন করে মৃত্যুর খবর জানায়।

উল্লেখ্য, গত জুন মাসে কেরলের মালাপ্পুরম জেলায় কাজে গিয়ে শৌচাগারে পড়ে মৃত হয়েছিল পূর্ব বর্ধমানের ভাতারের দুই পরিযায়ী শ্রমিকের। এছাড়াও, গত এপ্রিল মাসে বেঙ্গালুরুতে কাজে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছিল মুর্শিদাবাদের এক পরিযায়ী শ্রমিকের। ওই পরিযায়ী শ্রমিকের বাড়ির পাইপ লাইনের কাজ করত। তবে পুজোর মরশুমে মুম্বইয়ের ঘটনায় শোকাহত পিন্টুর পরিবার।

বন্ধ করুন