ফোন করে মদের আসরে ডেকে নিয়ে গিয়ে যুবকের ওপর ছুরি চালানোর অভিযোগ বন্ধুদের বিরুদ্ধে। ঘটনা পশ্চিম মেদিনীপুরের দাসপুরের। আহত প্রদীপ্ত ঘোষ ঘাটাল হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে দাসপুরের বেনাই এলাকায় নদীর পাড়ে বসে মদ্যপান করছিলেন কয়েকজন যুবক। তাদের মধ্যেই একজন ফোন করে ডাকে প্রদীপ্তকে। এর পর যুবককে বাড়ি থেকে মোটরবাইকে করে ঘটনাস্থলে নিয়ে পৌঁছয় কয়েকজন। মদ্যপানের আসরে পৌঁছতেই শুরু হয় বচসা। কয়েক মিনিটের মধ্যে আর্তনাদ করে ছুটতে শুরু করেন সুদীপ্ত। আওয়াজ শুনে স্থানীয়রা বেরিয়ে এলে দুষ্কৃতীরা পালায়। এর পর প্রদীপ্ত ঘোষকে ঘাটাল হাসপাতালে নিয়ে যান পরিজনরা।
স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, ‘মত্ত অবস্থায় কথা কাটাকাটির মধ্যেই ওর গলায় ছুরি চালিয়ে দেয় এক যুবক। অল্পের জন্য ছুরি নিশানায় না লাগায় ও বেঁচে গিয়েছে। আমরা আর্তনাদ শুনে বেরিয়ে এসে দেখি যুবক রক্তক্ত অবস্থায় ছুটছে।’
ঘটনায় দাসপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ। কী নিয়ে বচসার জেরে এই ঘটনা তা জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা। এই ঘটনায় আর কেউ যুক্ত কি না তাও জানার চেষ্টা চলছে।