বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > ‌কুলটিতে ইস্পাত কারখানা গড়তে পাঁচ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে সেল

‌কুলটিতে ইস্পাত কারখানা গড়তে পাঁচ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে সেল

কুলটিতে ইস্পাত কারখানা গড়তে পাঁচ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে সেল: ছবি (‌সৌজন্য ফেসবুক)‌

পাঁচ হাজার কোটি টাকার বিনিয়োগে ইস্পাত কারখানা গড়ার সিদ্ধান্ত নিয়েছে স্টিল অথারিটি অফ ইন্ডিয়া। এই সিদ্ধান্তে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দু’‌হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। এমনটাই জানিয়েছেন, কুলটি গ্রোথ ডিভিশনে এগজিকিউটিভ ডিরেক্টর সুভাষ দাস।

রাজ্যে শিল্পের খরা কাটাতে চলেছে সেল। আসানসোলের কুলটিতে তৈরি হতে চলেছে এই ইস্পাত কারখানা। আগামী কয়েকবছরের মধ্যে এই বিনিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে রাজ্যে। মোট দু’‌ধাপে পাঁচ হাজার কোটি টাকার বিনিয়োগে ইস্পাত কারখানা গড়ার সিদ্ধান্ত নিয়েছে স্টিল অথারিটি অফ ইন্ডিয়া। এই সিদ্ধান্তে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দু’‌হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। এমনটাই জানিয়েছেন, কুলটি গ্রোথ ডিভিশনে এগজিকিউটিভ ডিরেক্টর সুভাষ দাস।

যদিও কলকাতা থেকে নিজেদের কাচা মালের দফতর গুটিয়ে ভিনরাজ্যে নিয়ে যাচ্ছে রাষ্ট্রায়ত্ত সংস্থা। সেজন্য কেন্দ্রের এই সিদ্ধান্তে চরম অসন্তোষ প্রকাশ করেছে শিল্প মহল। তবুও এদিন আশার আলো জাগিয়েছে ইস্পাতের শীর্ষ দফতর।

সেলের পরিবেশ শাখার সর্বভারতীয় এগজিকিউটিভ ডিরেক্টর সুভাষ দাস সম্প্রতি কুলটি গ্রোথ ডিভিশনে ইডি পদে দায়িত্বভার গ্রহণ করেছেন। তারপরই তিনি কুলটির কারখানার প্রতিটি বিভাগ ঘুরে দেখেন। শুধু তাই নয়, কর্মীদের সঙ্গে কথাও বলেন তিনি।

তিনি জানান, ২০২৫ ও ৩০ সালের দুই আর্থিক বছরে দু’‌টি ধাপে বড় অঙ্কের বিনিয়োগ করতে চলেছে সেল। কুলটির কারখানায় প্রথম ধাপে ১.‌৫ কেটি টন ক্ষমতা সম্পন্ন পরিবেশ বান্ধব ফার্নেস নির্মাণ করার পরিকল্পলা রয়েছে সেলের।

তিনি আরও জানান, এই কারখানায় কার্বনের পরিমাণ কমিয়ে ইস্পাত তৈরি করা হবে। পাশাপাশি স্টিল বার উৎপাদন করবে কুলটির সেলের গ্রোথ বিভাগ। আধিকারিকরা মনে করছেন এই পর্যায়ে কারখানা তৈরি হলে, এই কারখানার চারপাশে অনুসারী শিল্পও গড়ে উঠবে। ইস্পাতের উৎপাদন আরও বৃদ্ধি পাবে। কুলটির শিল্পতালুকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দু’‌হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

 

বন্ধ করুন