পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে দেশভাগের অন্যতম খলনায়ক সোহরাওয়ার্দিকে দেখতে পাচ্ছেন তিনি। সোমবার হিংসা কবলিত রিষড়ায় ঢুকতে বাধা পেয়ে এমনই দাবি করলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। এদিন ফের পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন তিনি।
এদিন সুকান্তবাবু বলেন, স্বাধীন দেশে সংখ্যালঘু এলাকা, সংখ্যাগুরু এলাকা বলে কিছু হয় না কি? এসব তো দেশভাগের সময় জিন্না, সোহরাওয়ার্দি বলত। মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে আমি সোহরাওয়ার্দিকে দেখতে পাচ্ছি।
এদিন রিষড়ায় আক্রান্তদের সঙ্গে দেখা করতে যান সুকান্তবাবু। পথে তাঁকে ব্যারিকেড করে আটকায় পুলিশ। এর পর সেখানেই অবস্থানে বসেন তিনি। সুকান্তবাবু বলেন, পুলিশ পক্ষপাতদুষ্ট হয়ে কাজ করছে। এখানে ১৪৪ ধারা জারি নেই, তবু আমার পথ আটকেছে তারা। গতকাল যারা রাম নবমীর মিছিলে হামলা করেছে তাদের গ্রেফতার করলেই পরিস্থিতি শান্ত হয়ে যেত। কিন্তু তা না করে পুলিশ যারা আক্রান্ত সেই এলাকায় ঘুরে বেড়াচ্ছে।
রবিবার সন্ধ্যায় হুগলির রিষড়ায় একটি ধর্মস্থানের সামনে রাম নবমীর মিছিলে হামলা হয়। মিছিলের নেতৃত্বে ছিলেন দিলীপ ঘোষ। তাঁর গাড়ির সামনে বোমা পড়ে বলে অভিযোগ। দিলীপবাবু বলেন, পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা ছিল না। হামলারাকীদের রোখার বদলে পুলিশ মিছিলে অংশগ্রহণকারীদের ছত্রভঙ্গ করতে শুরু করে।