বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Sujata Mondal: ‘উনি কোনও দলেই গুরুত্ব পান না’ সৌমিত্রকে কটাক্ষ প্রাক্তন স্ত্রী সুজাতার

Sujata Mondal: ‘উনি কোনও দলেই গুরুত্ব পান না’ সৌমিত্রকে কটাক্ষ প্রাক্তন স্ত্রী সুজাতার

সুজাতা মণ্ডল। ফাইল ছবি

সৌমিত্রর উদ্দেশ্যে তার কটাক্ষ, ‘উনি তো কোথাও গুরুত্ব পান না। যখন যে দলে থাকেন সেই দলকে পাগল বলে মনে করেন। এর আগে তৃণমূলে থাকার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে উল্টোপাল্টা কথা বলেছিলেন।’

সম্প্রতি বিজেপি নেতৃত্বের সঙ্গে দ্বন্দ্ব প্রকট হয়ে উঠেছে দলের সংসদ সৌমিত্র খাঁয়ের। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে তিনি অযোগ্য বলে মন্তব্য করেছিলেন। এমনকি দলে তিনি গুরুত্ব পাচ্ছেন না বলেও দাবি করেছিলেন। এরই মধ্যে এবার সৌমিত্রের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলে দিলেন তারই প্রাক্তন সহধর্মিনী সুজাতা মণ্ডল। সৌমিত্রকে মস্তিষ্ক বিকৃত বলে কটাক্ষ করলেন সুজাতা। ব্যক্তিগত আক্রমণের পাশাপাশি বিজেপিতে সৌমিত্রর কোনও গুরুত্ব নেই বলেও মন্তব্য করলেন তিনি।

অভিষেক কবে তৃণমূল ছাড়বেন আর সৌমিত্র খাঁ যাবেন, সেজন্য অপেক্ষা করা উচিত: দিলীপ

বর্ধমানে কালীপুজোর উদ্বোধনে গিয়ে রবিবার এভাবেই সৌমিত্রকে কটাক্ষ করলেন সুজাতা। সৌমিত্রর উদ্দেশ্যে তার কটাক্ষ, ‘উনি তো কোথাও গুরুত্ব পান না। যখন যে দলে থাকেন সেই দলকে পাগল বলে মনে করেন। এর আগে তৃণমূলে থাকার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে উল্টোপাল্টা কথা বলেছিলেন। এখন বিজেপিতে উল্টোপাল্টা কথা বলতে শুরু করেছেন। নিশ্চয়ই উনি গুরুত্ব না পাওয়ার মতো কাজ করেছেন। বিজেপিতে কতদিন থাকবেন জানি না।’

এর আগেও সৌমিত্রকে কটাক্ষ করেছেন সুজাতা। তার চরিত্র নিয়ে সুজাতা প্রশ্ন তুলেছিলেন। এদিন সুজাতা পরামর্শ দিয়ে সৌমিত্রকে বলেন, ‘রাজনীতি করলেই পদ চায়, জায়গা চায় এরকম করলে হয় না। রাজনীতি হল মানুষের জন্য কাজ করার জায়গা। যারা পৃথিবীর বড় বড় নেতা নেত্রী রয়েছেন বা ছিলেন তারা সারা জীবন রাজনীতি করে সেই জায়গায় পৌঁছেছেন।’ তিনি আরও বলেন, ‘ওর চাহিদা পূরণ হয়নি বলেই মস্তিষ্ক বিকৃত ঘটেছে, পাগলামিটা বেড়েছে।’ এ প্রসঙ্গে বলতে গিয়ে বিজেপিকেও কটাক্ষ করেন। তিনি বলেন, ‘বিজেপি দলের মধ্যে কোনও অনুশাসন নেই। ওরা আবার তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কী লড়বে!’

বন্ধ করুন