বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > তৃণমূল সংখ্যালঘু সেলের অফিস বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিল পুরসভা, উঠল স্লোগান

তৃণমূল সংখ্যালঘু সেলের অফিস বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিল পুরসভা, উঠল স্লোগান

প্রতীকী ছবি

শনিবার উচ্ছেদ অভিযান হয় শহরের ব্যস্ততম বিএনআর মোড় সংলগ্ন এলাকায়। সেখানেই রয়েছে তৃণমূল সংখ্যালঘু সেলের একটি কার্যালয়। দোকানের পাশাপাশি ভাঙা হয় সেই কার্যালয়টিও। বুলডোজার দিয়ে তৃণমূল সংখ্যালঘু সেলের কার্যালয় ভেঙে দেন…

আসানসোলে তৃণমূলের সংখ্যালঘু সেলের জেলা কার্যালয় বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিল তৃণমূলেরই পুর বোর্ড। আর উচ্ছেদ অভিযানের সময় ‘বন্দেমাতরম’ ধ্বনি তুললেন তৃণমূলেরই কর্মীরা। শনিবার অবাক করা এই ঘটনা দেখা গেল আসানসোল শহরের বিএনআর মোড়ে। তৃণমূলের দাবি, শহরকে সুন্দর করে গড়ে তুলতেই এই উদ্যোগ।

শুক্রবার থেকে আসানসোলে জিটি রোডের ধারে অবৈধ দলখদার উচ্ছেদ করতে শুরু করেছে পুরসভা। মেয়র জানিয়েছেন, শহরকে সুন্দর করে গড়ে তুলতে পুরসভার এই উদ্যোগ। জিটি রোডের ২ ধারে সমস্ত অবৈধ দোকান বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিচ্ছেন পুরসভার কর্মীরা। শনিবার উচ্ছেদ অভিযান হয় শহরের ব্যস্ততম বিএনআর মোড় সংলগ্ন এলাকায়। সেখানেই রয়েছে তৃণমূল সংখ্যালঘু সেলের একটি কার্যালয়। দোকানের পাশাপাশি ভাঙা হয় সেই কার্যালয়টিও। বুলডোজার দিয়ে তৃণমূল সংখ্যালঘু সেলের কার্যালয় ভেঙে দেন তৃণমূল পরিচালিত পুরসভার কর্মীরা। আর তখন সেখানে দাঁড়িয়ে ‘বন্দেমাতরম’ স্লোগান দিতে দেখা যায় তৃণমূল কর্মীদের।

তৃণমূল সংখ্যালঘু সেলের জেলা সভাপতি আফরোজ বলেন, ‘তৃণমূল সব সময় উন্নয়নের সঙ্গে রয়েছে। রাস্তা চওড়া হলে সাধারণ মানুষের সুবিধা হবে। আমাদের সবার সুবিধা হবে। ৭ বছর ধরে পার্টি অফিসটা এখান থেকে চলছিল। এখান থেকেই জেলা সংখ্যালঘু সেলের কাজকর্ম হত। কিছুদিন একটু সমস্যা হবে। তবে পার্টি নিশ্চই বিকল্প ব্যবস্থা করবে।’

 

বন্ধ করুন