ঝাড়গ্রামে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে কুড়মিদের হালমার দায় বিজেপির দিকে তৃণমূল। তৃণমূল নেতা মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য টুইটে লিখেছেন, পরিকল্পনা করে মাথায় হলুদ ফেট্টি বেঁধে কনভয়ে হামলা চালিয়েছে বিজেপির দুষ্কৃতীরা। অন্য দিকে দিলীপ ঘোষ এই হামলার প্রতিক্রিয়ায় জানিয়েছেন. তাঁর বাড়িতে হামলার উস্কানি দিয়েছেন অভিষেক। তাঁর ফল তাঁকে ভুগতে হল।
টুইটে দেবাংশু লিখেছেন, 'দিলীপ ঘোষ সেল্ফগোল করে ফেলার পর বিজেপির মেকআপ করা খুব দরকার ছিল। হলুদ ফেট্টি মাথায় বেঁধে বিজেপির গুন্ডাদের প্ল্যান করে ঢুকিয়ে দেওয়া হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কুর্মিদের সঙ্গে কথা বলেছেন। তারপর কোনও কুর্মি এই কাজ করবেন না'।
অন্য দিকে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, ' এই রকম হিংসার রাজনীতি আমরা পছন্দ করি না। আমি ব্যক্তিগত ভাবেও এই ধরনের ঘটনা ঘটুক তা চাই না। কিন্তু বৃহস্পতিবারই তো অভিষেক আমার বাড়ি ঘেরাওয়ের জন্য কুড়মিদের বলেছিলেন। নিজে তাতে মদত দেওয়ার কথা বলেছিলেন। আজ তিনি নিজে নিশ্চয়ই বুঝতে পারছেন, উস্কানি দিলে কী পরিণতি হতে পারে।'
প্রসঙ্গত, নবজোয়ার কর্মসূচিতে পুরুলিয়ার শিমুলিয়ায় অভিষেক কুড়মিদের উদ্দেশে বলেন,'আপনারা প্রয়োজন হলে যান দিলীপ ঘোষের বাড়ি ঘেরাও করুন। শপথ নিন, একটাও বিজেপি নেতাকে পুরুলিয়ায় প্রবেশ করতে দেব না। যা যা সমর্থন লাগবে আমি দেব। যেখানে বলবেন, সেই লড়াইয়ে কাঁধ মেলাতে যাব।' অভিষেকের এই বক্তব্যকে ইঙ্গিত করেছেন দিলীপ ঘোষ।
(পড়তে পারেন। অভিষেকের কনভয়ের গাড়িতে কুড়মি হামলা,ভাঙচুর, মার TMC-কে, চোর স্লোগান ঝাড়গ্রামে)
বিজেপি নেতার এক মন্তব্যকে ঘিরে কুড়মি সমাজের একাংশের সঙ্গে বিবাদের সূত্রপাত। নেতাদের বিরুদ্ধে কুকথা বলার অভিযোগ ওঠে দিলীপ ঘোষের বিরুদ্ধে। তাঁর খড়্গপুরের বাসভবন ঘেরাওয়ের হুমকি দেন কুড়মিরা। সেই মত ১৮ মে তাঁর বাড়ি ঢুকে ঘেরাও করে কুড়মিরা। তবে এই প্রথম নয় আগেও অভিষেকের কনভয় ঘিরে বিক্ষোভ দেখান কুড়মিরা।