বকা খেলেন পার্থ- যেভাবে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেছেন যে বিচার চান না, সেটা নিয়ে আপত্তি জানালেন আলিপুর সিবিআই আদালতের বিচারক। তিনি বলেন পার্থবাবুর কথা আদালতের পক্ষে অপমানজনক। পার্থবাবুর আইনজীবী তাঁর জন্য ক্ষমা চেয়ে নেন। শুনানির শেষে বেরোনোর সময় পার্থবাবুও বলেন যে তিনি আদালতকে অসম্মান করে কিছু বলবেন না। তিনশো দিন ধরে জামিন না পাওয়ায় মেজাজ হারিয়ে পার্থ চট্টোপাধ্যায় বলেছিলেন যে তিনি আর বিচান না, তাঁর সঠিক চিকিৎসার ব্যবস্থা করা হোক।
হাওড়ায় পৃথক লড়বে বাম-কংগ্রেস- পঞ্চায়েত ভোটে পদে পদে ধাক্কা খাচ্ছে বিরোধী জোট। এবার তার নবতম সংযোজন হাওড়া। জেলা পরিষদের সবকটি আসনেই আলাদা লড়ার সিদ্ধান্ত নিয়েছে বাম-কংগ্রেস। বামরা এখনও পর্যন্ত ৩৬ আসনে প্রার্থী দিয়েছে বলে জানিয়েছে সংবাদ প্রতিদিন। অন্যদিকে কংগ্রেস ১৬টি আসনে প্রার্থী দিয়েছে ইতিমধ্যেই। এই জোট না হওয়ার জন্য বামদেরই দুষছে কংগ্রেস।
বেআইনি বাজি কারখানা রোধে পদক্ষেপ-বেআইনি বাজি নিয়ে ইতিমধ্যেই মুখ পুড়েছে রাজ্যের। সেই জন্য এবার সক্রিয় প্রশাসন। মুখ্যসচিবের সঙ্গে বাজি প্রস্তুতকারকদের বৈঠকে বাজি ক্লাস্টারের জন্য জমি চিহ্নিতকরণের বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া জেলাশাসকের সমস্ত বাজি কারখানার তালিকা তৈরি করতে বলা হয়েছে। যদি কোনও অবৈধ কারখানা এখনও থাকে, তাহলে সেটা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রতিরক্ষা বাহিনীতে পাকিস্তানি?- বিষ্ণু চৌধুরী নামের এক ব্যক্তির অভিযোগ যে একটি চক্র কাজ করছে যারা নথি জাল করে পাক নাগরিকদের প্রতিরক্ষা বাহিনীতে কাজের সুযোগ করে দিচ্ছে। এরকম দুজন লোকের খোঁজ তার কাছে আছে বলে দাবি। এই মামলাটি কলকাতা হাইকোর্টে উঠেছিল। সেখানে সিআইডি তদন্তের আদেশ দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা। মামলায় কেন্দ্রীয় সরকার ও সেনাবাহিনীকে পার্টি করারও নির্দেশ দিয়েছেন তিনি। মামলাকারীর দাবি বিষয়টি তিনি সামনে আনার পর থেকেই তাঁর ওপর নানাবিধ চাপ সৃষ্টি করা হচ্ছে।
এখনও পঞ্চায়েতের অধীন নিউটাউন- বাস্তবে ঝাঁ-চকচকে শহর, কিন্তু খাতায় কলমে এখনও পঞ্চায়েত থেকে গেল নিউটাউন, উঠে এল আনন্দবাজারের প্রতিবেদনে। ফলে সেখানে শুরু হয়েছে ভোট প্রচার। জ্যাংড়া-হাতিয়াড়া পঞ্চায়েতের অধীন এই আধুনিক শহর। মূলত প্রশাসনিক জটিলতার জন্যই নিউটাউনকে আলাদা করা যায়নি বলে আক্ষেপ প্রকাশ করেছেন মন্ত্রী ফিরহাদ হাকিম। ভোট মিটলে প্রক্রিয়া শুরু হবে, তবে সেটা হতে হতেও দুটি বছর। তাই আপাতত পঞ্চায়েতই থাকবে নিউটাউন।