বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Upper primary teachers' recruitment: শুরু উচ্চ প্রাথমিকের নথি আপলোড, দেখে নিন কীভাবে করতে হবে, কী কী নথি লাগবে?

Upper primary teachers' recruitment: শুরু উচ্চ প্রাথমিকের নথি আপলোড, দেখে নিন কীভাবে করতে হবে, কী কী নথি লাগবে?

আজ (সোমবার) থেকে শুরু হল উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের নথি আপলোডের প্রক্রিয়া। (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই)

সরাসরি লগইন পেজে যাওয়ার জন্য লিঙ্কও আছে, দেখে নিন।

আজ (সোমবার) থেকে শুরু হল উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের নথি আপলোডের প্রক্রিয়া। সেজন্য ইতিমধ্যে নথি আপলোডের লিঙ্ক চালু করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। আগামী ২০ জানুয়ারি পর্যন্ত প্রার্থীরা কমিশনের ওয়েবসাইটে সেই নথি আপলোড করতে পারবেন।

কীভাবে নথি আপলোড করতে হবে?

১) স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে (www.westbengalssc.com) যান।

২) ‘Click here for uploading documents in c/w 1st SLST, 2016 (Upper-Primary Level Except Physical Education and Work Education) in continuation with Memo No : 689/6723/CSSC/ESTT/2020 Dated : 28.12.2020’ লিঙ্কে ক্লিক করুন।

৩) একটি নয়া পেজ খুলে যাবে। 

৪) ‘Click here to login’ লিঙ্কে ক্লিক করুন। একটি নয়া পেজ খুলে যাবে।

৫) টেটের রোল নম্বর বা অ্যাপ্লিকেশন আইডি, জন্মতারিখ, ক্যাপচা (সিকিউরিটি কোড) দিয়ে লগইন করুন। 

৬) লগইনের পর নথিভুক্ত মোবাইল নম্বর একটি ওটিপি যাবে। সেই ওটিপি দিলে প্রার্থীরা পরবর্তী পেজে যাবেন। ফোন নম্বর পরিবর্তন করারও সুযোগ আছে।

৭) সেখানে সাম্প্রতিক একটি স্ট্যাম্প সাইজের রঙিন ছবি, স্বাক্ষর আপলোড করতে হবে। সঙ্গে প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে। সব নথিই JPEG ফরম্যাটে আপলোড করতে বলা হয়েছে।

নির্দেশিকা পড়ার জন্য এখানে ক্লিক করুন

সরাসরি লগইন পেজে যাওয়ার জন্য এখানে ক্লিক করুন

ইতিমধ্যে গত ২৮ ডিসেম্বর এসএসসির তরফে জানানো হয়েছে, যাচাই প্রক্রিয়ার জন্য কী কী নথি লাগবে। একনজরে সেগুলি দেখে নিন -

১) ভোটার কার্ড/ ড্রাইভিং লাইসেন্স/ প্যান কার্ড/ পাসপোর্ট/ আধার কার্ড।

২) মাধ্যমিকের অ্যাডমিট কার্ড।

৩) মাধ্যমিকের মার্কশিট।

৪) উচ্চ মাধ্যমিকের মার্কশিট।

৫) স্নাতক স্তরের সব মার্কশিট।

৬) পেশাদারি কোর্স বা প্রফেশনাল কোয়ালিফিকেশনের সব মার্কশিট।

৭) জাতিগত শংসাপত্র (যদি থাকে)

৮) সাম্প্রতিক একটি স্ট্যাম্প সাইজের রঙিন ছবি।

গত ১১ ডিসেম্বর উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়াকে অবৈধ হিসেব ঘোষণা করে তা বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি মৌসুমী ভট্টাচার্য নির্দেশ দেন, নয়া বছরের ৪ জানুয়ারি থেকে তথ্য যাচাইয়ের কাজ শুরু করতে হবে। ২০১৬ সালের বিজ্ঞপ্তি অনুযায়ী সেই কাজ করতে হবে। তারপর আগামী বছরের ৩১ জুলাইয়ের মধ্যে পুরো নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। দ্রুত নিয়োগের লক্ষ্যে সেই রায়ের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে না যাওয়ার সিদ্ধান্ত নেয় কমিশন। সূত্রের খবর, আগামী বছর বিধানসভা ভোটের আগেই পুরো নিয়োগ প্রক্রিয়া মিটিয়ে নিতে চাইছে রাজ্য সরকার। সেজন্য দ্রুত নথি যাচাই পর্ব শেষ করে ফেব্রুয়ারির মধ্যে ইন্টারভিউ প্রক্রিয়া শেষ করা যায় কিনা, তা নিয়েও কমিশনের কর্তারা ভাবনাচিন্তা করছেন বলে সূত্রের খবর।

বন্ধ করুন