বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > বৃহস্পতিবার পশ্চিমবঙ্গে করোনা আক্রান্ত ২৮৯ জন, প্রাণ হারালেন ৯ রাজ্যবাসী

বৃহস্পতিবার পশ্চিমবঙ্গে করোনা আক্রান্ত ২৮৯ জন, প্রাণ হারালেন ৯ রাজ্যবাসী

প্রতীকী ছবি

এ পর্যন্ত রাজ্যে করোনার বলি হলেন ১০ হাজার ১৪৮ জন। যদিও রাজ্য স্বাস্থ্য দফতরের দাবি, এর মধ্যে ৮৪ শতাংশ অর্থাৎ ৮৫২১ জনের মৃত্যু হয়েছে কোমর্বিডিটিতে।

বৃহস্পতিবার আরও ২৮৯ জন করোনা আক্রান্ত হলেন পশ্চিমবঙ্গে। এদিন সুস্থ হয়ে উঠেছেন ৩৬৭ জন। পাশাপাশি রাজ্যে আরও ৮৭টি অ্যাকটিভ কোভিড কেসের সংখ্যা কমেছে এদিন। এই মুহূর্তে রাজ্যে অ্যাকটিভ কেস রয়েছে ৫৭৮১টি। আর এ পর্যন্ত পশ্চিমবঙ্গ করোনা আক্রান্ত হলেন ৫ লক্ষ ৬৯ হাজার ১৭৩ জন ও করোনাকে জয় করেছেন ৫ লক্ষ ৫৩ হাজার ২৪৪ জন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় আরও ৯ জন রাজ্যবাসীর মৃত্যু হয়েছে করোনায়। তার মধ্যে চারজনই উত্তর ২৪ পরগনার বাসিন্দা। আর দু’‌জন হুগলির। এ পর্যন্ত রাজ্যে করোনার বলি হলেন ১০ হাজার ১৪৮ জন। যদিও রাজ্য স্বাস্থ্য দফতরের দাবি, এর মধ্যে ৮৪ শতাংশ অর্থাৎ ৮৫২১ জনের মৃত্যু হয়েছে কোমর্বিডিটিতে। রাজ্যে এদিন সুস্থতার হার ছিল ৯৭.২০ শতাংশ।

জেলাগুলির মধ্যে এদিন কলকাতায় সংক্রমিত হয়েছেন ৮৭ জন ও উত্তর ২৪ পরগনায় করোনা আক্রান্ত হয়েছেন ৮৩ জন। আর গত ২৪ ঘণ্টায় উত্তর ২৪ পরগনার ১২২ জন বাসিন্দা ও কলকাতার ৮৭ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন। উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় মোট ২৫ হাজার ১২৯টি নমুনা করোনার জন্য পরীক্ষা করা হয়। যার মধ্যে পজিটিভ এসেছে ৭.‌১৯ শতাংশ নমুনা।

বন্ধ করুন