বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > স্বাধীনতা দিবসে মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় ও লক্ষ্মীরতন শুক্লার গান‌ ভাইরাল

স্বাধীনতা দিবসে মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় ও লক্ষ্মীরতন শুক্লার গান‌ ভাইরাল

গান গাইছেন ২ মন্ত্রী। লক্ষ্মীরতন শুক্লা ও রাজীব বন্দ্যোপাধ্যায়।

এর আগেও গানের পাশাপাশি কবিতা লিখেছেন, আবৃত্তি করেছেন রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে বেশ কয়েকটি গান গেয়ে গায়কের তকমা পেয়েছেন মন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা।

গানে গানে জন্মভূমিকে প্রণাম জানালেন পশ্চিমবঙ্গের ২ মন্ত্রী। ৭৪তম স্বাধীনতা দিবসে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় ও লক্ষ্মীরতন শুক্লার দেশাত্মবোধক গান।

এই প্রথম নয়। এর আগেও গানের পাশাপাশি কবিতা লিখেছেন, আবৃত্তি করেছেন রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। এর আগে ২৪ জুন লাদাখের গালওয়ানের ঘটনায় শহিদ জওয়ানদের শ্রদ্ধা জানিয়ে গান গেয়েছিলেন মন্ত্রী। কার্গিল দিবসের দিন করেন কবিতা। এবার স্বাধীনতা দিবসে ফের ভারতীয় সেনাবাহিনীকে কুর্নিশ জানিয়ে গানের শুরুর আগে শায়েরি করলেন মন্ত্রী। বললেন, ‘করম মে বিশ্বাস রখতে হ্যা, দিখাওয়া নেহি করতে, হাম তো উন লোগো মে সে হ্যায়, যো দেশ কো সিনে মে লিয়ে চলতে হ্যায়’‌। এবারও সুজয় গোস্বামীর লেখা ও সুর করা এই গান রাজীব বন্দ্যোপাধ্যায়ের গলায় পেয়েছে অন্য মাত্রা। ফেসবুকে ইতিমধ্যে ২ লাখের বেশি লোক দেখেছেন গানের এই ভিডিও। দেখুন—

ও দিকে, বেশ কয়েকটি বলিউডি গান মিশিয়ে মেডলি গাইলেন রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী ও হাওড়ার জেলা তৃণমূল সভাপতি লক্ষ্মীরতন শুক্লা। শুক্রবার রাতেই সেই গান সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন তিনি। তাঁর সঙ্গে গান গেয়েছেন এলআরএস টিমের ৩ সদস্য। ইতিমধ্যে বেশ কয়েকটি গান গেয়ে গায়কের তকমা পেয়েছেন মন্ত্রী। আর আগে নেতাজি জন্মজয়ন্তীর দিন গেয়েছিলেন ‘‌তুমি আমাদের নেতাজি’‌। কিশোর কুমারকে স্মরণ করে তাঁর গান গেয়ে এবং দুর্গাপুজো উপলক্ষে আরেকটি মিউজিক ভিডিও–তে ইতিমধ্যে জনপ্রিয় লক্ষ্মী। এবার গাইলেন— ‘‌মোহে রং দে বসন্তী চোলা’‌, ‘‌মাহি তেরি চুনরইয়া রং লাই’‌–এর মতো গানগুলি। দেখুন—

বন্ধ করুন