এই প্রথমবার ৬০,০০০ টাকার(১০ গ্রাম) রেখা ছুঁয়ে ফেলল সোনার দাম। বৃহস্পতিবার সকালে রেকর্ড উচ্চতায় পৌঁছে গেল হলুদ ধাতুর দাম। বিয়ের বাজারে সোনার এমন আকাশ ছোঁয়া দামে চিন্তিত গয়না বিক্রেতারা। এত বেশি দাম হলে আমজনতা কিনবেন কীভাবে?
TOI-এর রিপোর্ট অনুযায়ী গত কয়েকদিন ধরেও বিবি গাঙ্গুলি স্ট্রিট, গড়িয়াহাটের সোনার দোকানগুলিতে উপচে পড়া ভিড় ছিল। আসলে বাঙালি বিয়েতে সামর্থ্য অনুযায়ী, অল্প হলেও কিছু না কিছু সোনার গয়না কেনা হয়। তাই দাম বাড়লেও সাধ্য মতো সোনা কিনছিলেন অনেকেই। কিন্তু বৃহস্পতিবার রেকর্ড উচ্চতায় দাম পৌঁছে যায়। আর তারপরেই যেন ছবিটা বদলে গিয়েছে। দৃশ্যতই যেন ভিড় কম দোকানগুলিতে।
বৃহস্পতিবার ২৪ ক্যারাট সোনার দাম(GST সহ) ৬০,১৯০ টাকা/১০ গ্রাম করে দাঁড়িয়েছিল। এর আগে কখনও এত বেশি দামে পৌঁছোয়নি সোনা। এই বিষয়ে সোনা ব্যবসায়ীদের সংগঠনের কর্তা জানান, 'আসলে কেনা সম্ভব কিনা, তার থেকেও বড় কথা হল, এই জাতীয় দামে পৌঁছে গেলে আমজনতার মনে একটি মানসিক প্রভাব পড়ে যায়। তাঁরা তখন ভাবেন, কয়েকদিন অপেক্ষা করে পরে কিনবেন।'
গুড রিটার্নসের আপডেট অনুযায়ী, শুক্রবার ৩ ফেব্রুয়ারি ২৪ ক্যারাট সোনার দাম ৫৭,৯৩০ টাকা/১০ গ্রাম দাঁড়িয়েছে। অন্যদিকে ২২ ক্যারাট গয়না সোনার দাম ৫৩,১০০ টাকা/১০ গ্রাম। এর উপর যদিও তৈরির খরচ, কর যোগ হবে।
অন্যদিকে রুপোর দাম দাঁড়িয়েছে ৭৪,০০০ টাকা/কেজি।
মজার বিষয় হল, আজ থেকে মাত্র বছর দশেক আগেই সোনার দাম ছিল মাত্র ২৮,১৫০ টাকা/১০ গ্রাম । অর্থাত্, মাত্র ১০ বছরেই প্রায় দ্বিগুণ হয়েছে দাম। গোটা বিশ্বেই অবশ্য এই হারে দাম বেড়েছে। সোনার জোগানে টান, বিভিন্ন দেশের অর্থনীতি, সোনার চাহিদা ইত্যাদি বিভিন্ন বিষয়ের উপর সোনার দাম নির্ভর করে।
যাঁরা সাধারণত সোনার গয়না কেনেন, তাঁদের বাজেটও কিছু 'উদার' হয়। কিন্তু এই জাতীয় দাম বৃদ্ধি পেলে অনেকেই কেনার ইচ্ছা ত্যাগ করতে পারেন, মনে করছেন বিক্রেতারা। তাছাড়া নতুন প্রজন্মের মধ্যে সোনার গয়না পরার প্রতি আগ্রহও কম। এমতাবস্থায় আগামিদিনে কী হবে, তাই নিয়ে আশঙ্কায় স্বর্ণ ব্যবসায়ীরা। তাঁদের দাবি, সোনায় আমদানি শুল্ক কমানোর দাবি তুলেছিলেন তাঁরা। কিন্তু বাজেটে সেই বিষয়ে কর্ণপাত করেনি কেন্দ্র। সোনার আমদানি শুল্ক কিছুটা হ্রাস পেলে হয় তো দাম কমানো যেত।
এছাড়া আরও একটি সমস্যা হতে পারে সোনার দোকানের ট্যাক্স রিটার্ন জমার ক্ষেত্রে। কীভাবে? আসলে মাত্র এক বছরেই ২৪ ক্যারাট সোনার দাম প্রায় ১৯,০০০ টাকা বেড়ে গিয়েছে। এদিকে অনেকেরই সেই সময়কার স্টক রয়ে গিয়েছে। সেটা এখন ক্লোজিং স্টক হিসাবে দেখালে দাম হিসাব করতে গিয়ে অসুবিধা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আরও পড়ুন: ATM-এ কার্ড ঢোকালেই বেরিয়ে আসবে সোনা! মিলবে ভারতের এই জায়গায়, ঠিকানা জেনে নিন
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup