বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Mamata on Rujira's griling by ED: অবশেষে ED-র অফিস থেকে বেরোলেন রুজিরা, হাতজোড় করে মমতা বললেন ‘ভালো ও শান্ত মেয়ে’

Mamata on Rujira's griling by ED: অবশেষে ED-র অফিস থেকে বেরোলেন রুজিরা, হাতজোড় করে মমতা বললেন ‘ভালো ও শান্ত মেয়ে’

ইডির দফতর থেকে বেরনোর পর রুজিরা, নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়।

কয়লা মামলায় প্রায় চার ঘণ্টা ইডির জিজ্ঞাসাবাদের মুখে পড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা। বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও কোনও মন্তব্য করতে চাননি। শুধু নিজের ভাইপোর স্ত্রী'কে দরাজ সার্টিফিকেট দিয়ে মমতা বলেন, ‘ও খুব ভালো মেয়ে, শান্ত মেয়ে।’

প্রায় চার ঘণ্টা পরে ইডির দফতর থেকে বেরিয়ে এলেন রুজিরা বন্দ্যোপাধ্যায়। কয়লা মামলায় আজ বেলা ১২ টা ৩১ মিনিটে সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে আসেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী। তারপর বিকেল সাড়ে চারটের কয়েক মিনিট আগে ইডির দফতর থেকে বেরিয়ে যান। সিজিও কমপ্লেক্সে ঢোকার সময় যেমন কোনও কথা বলেননি, তেমন বেরোনোর সময়ও রুজিরা মুখ খোলেননি। শুধু অভিবাদন জানানোর ভঙ্গিমায় কালোগাড়ির কাঁচ নামিয়ে হাতজোড় করেন। যে গাড়ির কাঁচ আসার সময় পুরোপুরি বন্ধ ছিল। একইভাবে বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও কোনও মন্তব্য করতে চাননি। রুজিরার জিজ্ঞাসাবাদের বিষয়টিকে ‘ব্যক্তিগত ব্যাপার’ বলেন। সেইসঙ্গে শুধু নিজের ভাইপোর স্ত্রী'কে দরাজ সার্টিফিকেট দিয়ে মমতা বলেন, ‘ও খুব ভালো মেয়ে, শান্ত মেয়ে।’

কোটি-কোটি টাকার কয়লা মামলায় এই প্রথম ইডির জিজ্ঞাসাবাদের মুখে পড়লেন না রুজিরা। গত বছর জুনে তাঁকে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। সিবিআইয়ের জিজ্ঞাসাবাদেরও মুখে পড়েছিলেন রুজিরা (২০২১ সালের ফেব্রুয়ারিতে)। সূত্রের খবর, সেইসময় থাইল্যান্ড এবং লন্ডনের দুটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে রুজিরাকে প্রশ্ন করেছিল কেন্দ্রীয় সংস্থাগুলি। যে দুটি অ্যাকাউন্ট কোনও এক 'রুজিরা নারুলা'-র নামে আছে। নারুলা আবার রুজিরার প্রথম পদবি।

আরও পড়ুন: Video: রুজিরাকে বিমানবন্দরে নোটিস! 'অমানবিক জিনিস চলছে', মন্তব্য মমতার

আদালতে জমা দেওয়া ইডির নথি উদ্ধৃত করে এক সিবিআই আধিকারিক বলেছিলেন, '২০১৮ সালের নভেম্বরে থাইল্যান্ডের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রায় ৩৩ লাখ টাকা জমা দিয়েছিলেন নীরজ সিং নামে এক ব্যবসায়ী। লন্ডনের ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টের মতো আরও কয়েকটি ব্যাঙ্ক অ্য়াকাউন্টে ওই টাকা পাঠানো হয়েছিল।' সেই প্রেক্ষিতে ইডির এক আধিকারিক বলেছেন, ‘(সেই ঘটনার পর) তদন্ত আরও এগিয়েছে। তাতে ওই মামলায় আরও কয়েকটি সূত্র মিলেছে। সেজন্য বৃহস্পতিবার ফের রুজিরাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়।’ যে রুজিরাকে চলতি সপ্তাহের গোড়ার দিকে দুবাই যাওয়ার পথে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে আটকানো হয়েছিল।

আরও পড়ুন: 'আমায় গ্রেফতার করুক…আমার ছেলে মেয়ের দোষ কোথায়?' রুজিরাকে নোটিশ, ফুঁসছেন অভিষেক

মমতার প্রতিক্রিয়া

রুজিরাকে জিজ্ঞাসাবাদের মধ্যেই বৃহস্পতিবার বিকেলে সাংবাদিক বৈঠক করেন মমতা। সেখানে রুজিরার বিষয়ে প্রশ্ন করা হলে হাতজোড় করে মমতা বলেন, ‘প্লিজ এটা আমার বাড়ির ব্যক্তিগত ব্যাপার। আমার বাড়ির ব্যক্তিগত ব্যাপার নিয়ে কোনও কথা বলব না। এটা যা বলার, ও বলবে। ও স্বাধীন মেয়ে, অ্যাডাল্ট মেয়ে, ও খুব ভালো মেয়ে, শান্ত মেয়ে। ও নিজে বলবে, নিজের কথা।’

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

বন্ধ করুন