বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > ৯ জানুয়ারি পর্যন্ত অনুব্রতকে দিল্লি নিয়ে যেতে পারবে না ED, জানাল দিল্লি হাইকোর্ট

৯ জানুয়ারি পর্যন্ত অনুব্রতকে দিল্লি নিয়ে যেতে পারবে না ED, জানাল দিল্লি হাইকোর্ট

অনুব্রত মণ্ডল। (HT_PRINT)

দুপক্ষের বক্তব্য শুনে বিচারপতি বলেন, যেহেতু অনুব্রত মণ্ডল অন্য একটি তদন্তকারী সংস্থার হেফাজতে রয়েছেন তাই তাঁকে আপাতত হেফাজতে নিতে পারবে না ইডি। যতদিন তিনি বিচারবিভাগীয় হেফাজতে না আসছেন ততদিন প্রোডাকশন ওয়ারেন্ট কার্যকর করতে পারবে না ইডি।

৯ জানুয়ারি পর্যন্ত দিল্লিযাত্রার হাত থেকে নিষ্কৃতি পেলেন অনুব্রত মণ্ডল। ৯ জানুয়ারি ফের মামলাটির শুনানি হবে বলে জানিয়েছেন বিচারপতি।

রাউস অ্যাভিনিউ আদালতের দেওয়া রায়কে চ্যালেঞ্জ করে অনুব্রতর দায়ের করা মামলায় বুধবার শুনানি হয় দিল্লি হাইকোর্টে। সেখানে অনুব্রতর আইনজীবী অভিষেক মনু সিংভি বলেন, অনুব্রত রাজ্য পুলিশের হেফাজতে রয়েছেন। ফলে তাঁকে এখন হেফাজতে নিতে পারবে না ইডি।

পালটা ইডির আইনজীবী অনুপম শর্মা বলেন, আমাদের কাছে আদালতের প্রোডাকশন ওয়ারেন্ট রয়েছে। সেই ওয়ারেন্ট কার্যকর করতে পশ্চিমবঙ্গে পাঠিয়ে দেওয়া হয়েছে। কিন্তু তার মধ্যে অনুব্রতকে হেফাজতে নিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ ফলে ওয়ারেন্ট কার্যকর করা যাচ্ছে না।

দুপক্ষের বক্তব্য শুনে বিচারপতি বলেন, যেহেতু অনুব্রত মণ্ডল অন্য একটি তদন্তকারী সংস্থার হেফাজতে রয়েছেন তাই তাঁকে আপাতত হেফাজতে নিতে পারবে না ইডি। যতদিন তিনি বিচারবিভাগীয় হেফাজতে না আসছেন ততদিন প্রোডাকশন ওয়ারেন্ট কার্যকর করতে পারবে না ইডি। আগামী ৯ জানুয়ারি পর্যন্ত কোনও ওয়ারেন্ট জারিও করতে পারবে না তারা। ওই দিন ফের মামলাটির শুনানি হবে।

সোমবার অনুব্রতকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করার ইডির ওয়ারেন্টে সম্মতি দেয় দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। পরদিন সকালে অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল ইডির। কিন্তু তার আগেই সকাল ৭টা নাগাদ আসানসোলে জেলে পৌঁছে যান বীরভূম পুলিশের আধিকারিকরা। শিবঠাকুর মণ্ডল নামে এক তৃণমূল নেতার দায়ের করা অভিযোগের ভিত্তিতে অনুব্রতকে গ্রেফতার করে দুবরাজপুর আদালতে পেশ করে তারা। আদালতে জামিনের কোনও আবেদন করেননি অনুব্রত। এর পর অনুব্রতকে ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক।

 

বন্ধ করুন
Live Score