বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > একের পর এক বিধায়কের মোবাইল বেজে উঠল, বিধানসভায় কড়া বার্তা দিলেন স্পিকার

একের পর এক বিধায়কের মোবাইল বেজে উঠল, বিধানসভায় কড়া বার্তা দিলেন স্পিকার

বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। (নিজস্ব চিত্র)

বাংলা ছাড়া অন্যান্য রাজ্যের বিধানসভা কক্ষে আগে মোবাইল ব্যবহার নিয়ে বহু বিতর্ক তৈরি হয়েছে। কেউ কথা বলছেন লুকিয়ে, কেউ গেম খেলছেন এবং কেউ পর্ণ দেখছেন বলেও অভিযোগ ওঠে। সেখানে পশ্চিমবঙ্গ বিধানসভায় এমন কোনও অভিযোগ আগে ওঠেনি। এবার বারবার মোবাইল ফোন বেজে ওঠা থেকে শুরু করে তাতে কথা বলার অভিযোগ উঠেছে।

বিধানসভায় এখন অধিবেশন চলছে। শাসক–বিরোধী দু’‌পক্ষই নানা বিষয় তুলে ধরছেন সেখানে। সবটাই মনোযোগ দিয়ে শুনছেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। আর তখনই তাল কাটল। ভরা অধিবেশন কক্ষে বেজে উঠল মোবাইল ফোন। বিরক্ত হলেন বিমান বন্দ্যোপাধ্যায়। তারপর একজন বিধায়কের মোবাইল ফোন বেজে উঠতেই তিনি বলে উঠলেন, ‘‌হ্যালো’‌। নজর এড়াল না অধ্যক্ষের। তারপর আরও কয়েকজন বিধায়কের মোবাইল বেজে উঠল। সেই ফোন ধরে কথা বলতে থাকেন তাঁরা। তাতে মেজাজ সপ্তমে চড়ল অধ্যক্ষের। তখনই দিলেন কড়া বার্তা।

এদিকে মোবাইল ফোন বেজে ওঠা এবং সেটি ধরে কথা বলে যাওয়ায় বিধায়কদের এবার কড়া বার্তা দিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। আজ, শুক্রবার বাদল অধিবেশন চলাকালীন বারবার বিধায়কদের মোবাইল বেজে উঠতে দেখে প্রথমে তিনি শান্তই ছিলেন। কিন্তু যখন সেই মোবাইল ফোন ধরে কথা বলতে থাকেন বিধায়করা তখন চরম বিরক্ত হলেন স্পিকার। আর তখনই বিধায়কদের প্রতি কড়া হুঁশিয়ারি দিয়ে অধ্যক্ষ বলেন, ‘‌এরপর থেকে অধিবেশনে এভাবে মোবাইলে কথা বললে অধিবেশন কক্ষে মোবাইল ফোন নিষিদ্ধ করে দেওয়া হবে।’‌

অন্যদিকে বাংলা ছাড়া অন্যান্য রাজ্যের বিধানসভা কক্ষে আগে মোবাইল ব্যবহার নিয়ে বহু বিতর্ক তৈরি হয়েছে। কেউ কথা বলছেন লুকিয়ে, কেউ গেম খেলছেন এবং কেউ পর্ণ দেখছেন বলেও অভিযোগ ওঠে। সেখানে পশ্চিমবঙ্গ বিধানসভায় এমন কোনও অভিযোগ আগে ওঠেনি। এবার বারবার মোবাইল ফোন বেজে ওঠা থেকে শুরু করে তাতে কথা বলার অভিযোগ উঠেছে। গুরুত্বপূর্ণ আলোচনার সময় বিধায়করা ব্যস্ত মোবাইল ফোনে। তাই রাজ্য বিধানসভাতেও মোবাইল ফোনের ব্যবহার নিয়ে ক্ষোভপ্রকাশ করলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তাহলে কি এখানেও নিষিদ্ধ হতে পারে মোবাইল ব্যবহার?‌ উঠছে প্রশ্ন।

আরও পড়ুন:‌ ‘‌যিনি আচার্য, তিনিই আবার উপাচার্য’‌, সুপ্রিম কোর্টে যাওয়ার হুঙ্কার ছাড়লেন ব্রাত্য বসু

ঠিক কী বলেছেন স্পিকার?‌ আজ, শুক্রবার বিধানসভা অধিবেশন চলাকালীন বারবার মোবাইল ফোন বেজে ওঠে বিধায়কদের। পাঁচ–ছয়জন বিধায়কের মোবাইল ফোন বেজে উঠেছিল। ওইসব বিধায়করা অধিবেশনের মধ্যেই ফোন ধরে কথা বলেন। এসব দেখে ক্ষুব্ধ স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‌আমি লক্ষ্য করছি, আপনাদের ফোন বাজলে আপনারা আলোচনা চলাকালীন ফোন ধরে কথা বলছেন। এতে আলোচনায় ব্যাঘাত ঘটছে। বহু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সমস্যা হচ্ছে। শেষবারের মতো আমি বলছি, অধিবেশন কক্ষে মোবাইল ব্যবহার করা নিয়ে সতর্ক হোন। না হলে বিধানসভায় ঢোকার আগে বাইরে মোবাইল রেখে আসতে হবে।’‌

বন্ধ করুন