বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Twaha Siddiqui on Sardighi result: সতর্ক হোন, না হলে বাংলা জুড়ে সাগরদিঘি হবে, বললেন ত্বহা, দিলেন পরামর্শও

Twaha Siddiqui on Sardighi result: সতর্ক হোন, না হলে বাংলা জুড়ে সাগরদিঘি হবে, বললেন ত্বহা, দিলেন পরামর্শও

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধায় সঙ্গে ত্বহা সিদ্দিকি (ফাইল ছবি)

সাগরদিঘির ফল নিয়ে তৃণমূলকে সতর্ক করলেন ফুরফুরা শরিফের পীরজাদা ত্বহা সিদ্দিকি। কেমন প্রার্থী দিতে হবে তার পরামর্শও দিলেন।

সাগরদিঘির ফল নিয়ে তৃণমূলকে সতর্ক করলেন ফুরফুরা শরিফের পীরজাদা ত্বহা সিদ্দিকি। তাঁর পরামর্শ, বুঝে শুনে প্রার্থী দিতে হবে না হলে আগামী দিনে তৃণমূলের সাগরদিঘির মতো অবস্থা হবে গোটা বাংলায়।

কী করতে হবে তাও জানিয়েছেন পিরজাদা। ত্বহা সিদ্দিকির কথায়, 'যেখানে সংখ্যালঘুর সংখ্যা বেশি, সেখানে সংখ্যালঘু প্রার্থী দেওয়া উচিত। আবার যেখানে হিন্দু বেশি সেখানে হিন্দু প্রার্থী দেওয়া উচিত।' ত্বহা আরও বলেন, 'বহুদিন ধরে এ নিয়ে সংখ্যালঘুদের ক্ষোভ আছে। কংগ্রেস, সিপিএম করেছে, তৃণমূলও তাই করছে। যেখানে ৬০ থেকে ৬৫ শতাংশ মুসলমান, সেখানে কেন হিন্দুপ্রার্থী দেবে? মানুষ আজকে তার জবাব দিয়েছে। তৃণমূল যদি এটা বিবেচনা করে প্রার্থী না দেয়, সারা পশ্চিমবঙ্গে সাগরদিঘির ফল হতে পারে।'

যদিও বাম আমলে চলই ছিল হিন্দু এলাকায় হিন্দু প্রার্থী দেওয়া মুসলিম এলাকায় মুসলিম প্রার্থী। তৃণমূল সেই রীতি থেকে খুব যে সরে এসেছে তেমনটা নয়। তবে সাগরদিঘির ইতিহাস বলছে, সেখানে বিধানসভা নির্বাচন শুরু হওয়ার পর থেকে আজ অবধি যে বিধানসভার নির্বাচন হয়েছে, তার সবকটিতে কোনও সংখ্যালঘু প্রার্থী জয় পায়নি। ২০২১-এর বিধানসভা নির্বাচনে মাফুজা খাতুনকে প্রার্থী করে বিজেপি। তাতে দলের ফলে ভালো হলেও জিততে পারেনি তারা। তাই ত্বহা সিদ্দিকির দাবি নিয়ে সন্দেহের অবকাশ থাকছে।

তৃণমূল নেতা শান্তনু সেন বলেন,'বিজেপির মত তৃণমূল ধর্মের ভিত্তিতে রাজনীতি করে না। ২০১১ সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সব ধর্মের বর্ণের মানুষের জন্য উন্নয়ন করছেন। ত্বহা সিদ্দিকি তাঁর উপলব্ধি থেকে কিছু বলতে পারেন। ওনার বক্তব্য নিয়ে আমি কিছু বলব না।'

বন্ধ করুন