বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > কংগ্রেস ও তৃণমূলের দুই কাউন্সিলর খুনের প্রতিবাদ BJP-র, পুলিশমন্ত্রীর বিবৃতি দাবিতে উত্তাল বিধানসভা

কংগ্রেস ও তৃণমূলের দুই কাউন্সিলর খুনের প্রতিবাদ BJP-র, পুলিশমন্ত্রীর বিবৃতি দাবিতে উত্তাল বিধানসভা

কাউন্সিলর খুনের প্রতিবাদ BJP-র, পুলিশমন্ত্রীর বিবৃতির দাবিতে উত্তাল বিধানসভা (ছবি - এএনআই/টুইটার)

রবিবার পুরুলিয়ার ঝালদা ও কলকাতার উপকণ্ঠ পানিহাটিতে দুটি পৃথক ঘটনায় কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের দুই কাউন্সিলরকে খুন করা হয়। সেই ঘটনাগুলির প্রেক্ষিতে মমতার বিবৃতি দাবি করে বিরোধী দল বিজেপি।

রবিবার পুরুলিয়ার ঝালদা ও কলকাতার উপকণ্ঠ পানিহাটিতে দুটি পৃথক ঘটনায় দুই কাউন্সিলর খুন ঘিরে রাজ্য জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। আর এই নিয়ে এবার বিধানসভা উত্তাল হল আজ। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির অভিযোগে এদিন বিধানসভা থেকে ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা। বিধানসভার বাইরে বিধায়করা প্ল্যাকার্ড হাতে ধরনায় বসেন। এর আগে কাউন্সিলরদের খুনের ঘটনায় মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রীর বিবৃতি দাবি করে বিজেপি। এই প্রসঙ্গে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল এদিন বলেন, ‘এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ।’

এদিকে বিক্ষোভ প্রদর্শনের মাঝে বিধানসভার সামনে সাংবাদিকদের বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, ‘ঝালদাতে বোর্ড কে গঠন করবে তা এখনও নিশ্চিত হয়নি। এমন এক সময়ে কংগ্রেসের কাউন্সিলরকে খুন করার ঘটনা অনেক প্রশ্ন তুলে দিচ্ছে। ভবিষ্যতে চেয়ারম্যানের কুর্সি দখলে রাখতে কি তাহলে যে কোনও জনপ্রতিনিধির প্রাণ কেড়ে নেওয়া হতে পারে? এদিকে পানিহাটিতেও দেখলাম পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয়েছে কাউন্সিলরকে। এখানে কে কোন দলের সদস্য, সেটা বড় কথা নয়। তাঁরা নির্বাচিত হয়ে জনপ্রতিনিধি হয়েছিলেন। তাঁদের সুরক্ষা রাজ্য সরকার দায়িত্ব। কিন্তু সরকার ব্যর্থ।’

উল্লেখ্য, গতকাল সন্ধ্যায় পানিহাটিতে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে মাথায় গুলি করে খুন করা হয় তৃণমূল কাউন্সিলর অনুপম দত্তকে। সেই দৃশ্য সিসিটিভি ক্যামেরায় ধরাও পড়েছে। ঘটনায় আজ সকালে পুলিশ ধরপাকড়ও চালিয়েছে। এর আগে রবিবারই ঝালদায় গুলি করে হত্যা করা হয় কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুকে। ঘটনায় পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। তাঁর দাবি, ঘটনাস্থলের ২০০ মিটারের মধ্যে ছিল পুলিশের গাড়ি। এই আবহে এদিন বিধানসভা উত্তাল করে তুললেন বিজেপি বিধায়করা।

বন্ধ করুন