বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Mamata Banerjee: ‘‌অ্যাডিনোভাইরাস নিয়ে কোনও আতঙ্ক ছড়াবেন না’‌, নবান্ন থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

Mamata Banerjee: ‘‌অ্যাডিনোভাইরাস নিয়ে কোনও আতঙ্ক ছড়াবেন না’‌, নবান্ন থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

মমতা বন্দ্যোপাধ্যায় (PTI)

আজ, বৃহস্পতিবার নবান্নে মুখ্যসচিবকে সঙ্গে নিয়ে সাংবাদিক বৈঠক করে তিনি জানান, কোনও আতঙ্ক যেন কেউ না ছড়ায়। আর রাজ্যবাসীকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একশ্রেণীর সংবাদমাধ্যম অ্যাডিনোভাইরাস নিয়ে নেতিবাচক প্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

রাজ্যে একের পর এক শিশুর মৃত্যু ঘটছে অ্যাডিনোভাইরাসে। এই ভাইরাসের দাপটে বিসি রায় শিশু হাসপাতালে এখন আতঙ্কের পরিবেশ তৈরি হল। জেলা থেকে এই রোগ নিয়ে কলকাতা আসছে শিশুরা। আর মারা যাচ্ছে। এই পরিস্থিতি নিয়ে এবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অ্যাডিনোভাইরাস নিয়ে আতঙ্ক না ছড়ানোর আর্জি জানালেন মুখ্যমন্ত্রী।

আজ, বৃহস্পতিবার নবান্নে মুখ্যসচিবকে সঙ্গে নিয়ে সাংবাদিক বৈঠক করে তিনি জানান, কোনও আতঙ্ক যেন কেউ না ছড়ায়। আর রাজ্যবাসীকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি একশ্রেণীর সংবাদমাধ্যম অ্যাডিনোভাইরাস নিয়ে নেতিবাচক প্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

তবে যতজন শিশুর মৃত্যু হয়েছে ততজন শিশুর অ্যাডিনোভাইরাসের জেরেই মৃত্যু হয়েছে এটা মানতে চাননি মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী নবান্নে সাংবাদিক বৈঠকে বলেন, ‘‌অ্যাডিনোভাইরাসে মাত্র দু’‌জন শিশুর মৃত্যু হয়েছে এখনও পর্যন্ত। অথচ একশ্রেণীর সংবাদমাধ্যম সব শিশু মৃত্যুকে অ্যাডিনোভাইরাসের দংক্রমণের জেরে মৃত্যু হয়েছে বলে চালানোর চেষ্টা করছে। নেতিবাচক প্রচার করা হচ্ছে। ১২ জন শিশু মারা গিয়েছে। তার মধ্যে অ্যাডিনোভাইরাসে দু’‌জন শিশু মারা গিয়েছে। বাকিদের অন্যান্য কারণে মৃত্যু হয়েছে। বাকি ১০ শিশুর কো–মর্বিডিটি ছিল। প্রয়োজন ছাড়া সদ্যোজাত থেকে দু’‌বছর বয়সী বাচ্চাদের ঘর থেকে বের করবেন না। ৫০০০ বেড এবং ৬০০ শিশু চিকিৎসক তৈরি আছেন।’‌

আর কী বলেছেন মুখ্যমন্ত্রী?‌ আজ সংবাদমাধ্যমের বিরুদ্ধেও উষ্মাপ্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‌মিডিয়ার কারণে অ্যাডিনো আতঙ্ক ছড়াচ্ছে আমজনতার মধ্যে। পরিস্থিতি বিবেচনা করে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। কিন্তু এমনভাবে প্রচার করা হচ্ছে যার জন্য ভাবছিলাম যে, প্রাথমিক স্কুল ছুটি দিতে হবে কি না। কিন্তু আসলে বিষয়টা তেমন নয়। অনেক বাচ্চাদের অনেকরকম সমস্যা থাকে। তার সঙ্গে অ্যাডিনোর সম্পর্ক নেই। যে কোনও মৃত্যু দুঃখজনক। সঠিকটা বলুন।’‌

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন