বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Dilip Ghosh: ‘ডাক্তারবাবু ইডিকে ভয় করছেন’ নাম না করে দিলীপের নিশানায় কি সুকান্ত? জোর জল্পনা

Dilip Ghosh: ‘ডাক্তারবাবু ইডিকে ভয় করছেন’ নাম না করে দিলীপের নিশানায় কি সুকান্ত? জোর জল্পনা

বিজেপির সর্বভারতীয় সহ–সভাপতি দিলীপ ঘোষ।

আজ সকালে ইকো পার্কে প্রাতঃভ্রমণে দিলীপ ঘোষকে সুকান্ত মজুমদারের প্রসঙ্গ তুলে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘অনুব্রতর এত টাকা তা কেউ জানত! ভোট পরবর্তী হিংসায় আমার অনেক কর্মী মারা গিয়েছেন। আদালত সিবিআইকে দায়িত্ব দিয়েছিল। কিন্তু, সেরকমভাবে এফআইআর হয়নি।

রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং বীরভূমে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল গ্রেফতারের পর অস্বস্তিতে পড়েছে তৃণমূল কংগ্রেস। সেই সময় বিজেপিতে প্রাক্তন এবং বর্তমান রাজ্য সভাপতির মধ্যে দ্বন্দ্ব ফের প্রকাশ্যে এসেছে। এর ফলে স্বাভাবিকভাবেই অস্বস্তিতে পড়েছে বিজেপি। দলের সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তার উত্তরে দিলীপ ঘোষকে প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আর এবার সুকান্ত মজুমদারকে নাম না করে পাল্টা জবাব দিলেন দিলীপ ঘোষ।

আজ সকালে ইকো পার্কে প্রাতঃভ্রমণে দিলীপ ঘোষকে সুকান্ত মজুমদারের প্রসঙ্গ তুলে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘অনুব্রতর এত টাকা তা কেউ জানত! ভোট পরবর্তী হিংসায় আমার অনেক কর্মী মারা গিয়েছেন। আদালত সিবিআইকে দায়িত্ব দিয়েছিল। কিন্তু, সেরকমভাবে এফআইআর হয়নি। সিবিআইয়ের উপর বিশ্বাস করেছিলাম। আমি সভাপতি থাকার সময় সিবিআই অফিস ঘেরাও করেছিলাম। ভালো কাজ করছে। কুকুর বলছি কারণ কুকুর বিশ্বস্ত।’ এরপরে দিলীপ ঘোষ নাম না করে বলেন, ‘ডাক্তার বাবু ভয় পেয়েছেন। কুকুর যদি তাঁর বাড়িতে পৌঁছে যায়!’ এখন তিনি ডাক্তারবাবু বলতে কাকে বোঝাতে চেয়েছেন তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা। সুকান্ত মজুমদারের ডক্টরেট উপাধি রয়েছে। আবার তৃণমূল সংসদ শান্তনু সেনও পেশায় চিকিৎসক। ফলে তিনি কাকে নিশানা করে এই কথা বলেছেন তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা।

উল্লেখ্য, গতকাল কলকাতায় কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের অনুষ্ঠানে দিলীপ ঘোষ মন্তব্য করেছিলেন, ‘সিবিআই গত কয়েক বছর ধরে এখানে সেটিং করছিল। অর্থ মন্ত্রক সবকিছু বুঝেই ইডিকে পাঠিয়েছে। ইডি ভালো কাজ করছে। এরপরে ইডিকে কুকুর বলে সম্বোধন করে তিনি বলেন, ‘এই কুকুরটা পোষ মানবে না বড় কুকুরকে কামড়াবে।’ দিলীপ ঘোষের এই মন্তব্যে স্বাভাবিকভাবেই অস্বস্তিতে পড়েছেন বিজেপি। তারপরে এনিয়ে সুকান্ত মজুমদার প্রশ্ন করেছিলেন, ‘দিলীপদা কোথা থেকে এই কথা জানলেন? কারণ কেন্দ্রীয় এজেন্সি কীভাবে কাজ করে তা একজন রাজনৈতিক নেতার পক্ষে জানা সম্ভব নয়। মন্ত্রী হলে তবে তা জানা সম্ভব। আমাদের কাছে এ ব্যাপারে কোনও তথ্য নেই।’

বন্ধ করুন