বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > লটারিকাণ্ডে তৃণমূল বিধায়কের স্ত্রীকে দিল্লিতে ডেকে পাঠাল ED

লটারিকাণ্ডে তৃণমূল বিধায়কের স্ত্রীকে দিল্লিতে ডেকে পাঠাল ED

প্রতিকি ছবি

গোয়েন্দাদের অনুমান, কালো টাকা সাদা করতে ব্যবহার করা হচ্ছে লটারিকে। এব্যাপারে অনুব্রত মণ্ডলের কাছ থেকে এখনো গুরুত্বপূর্ণ কোনও তথ্য পাননি গোয়েন্দারা। তাই বিধায়কের স্ত্রীকে জেরা করে তথ্য জোগাড়ের চেষ্টা হচ্ছে।

লটারিকাণ্ডে অনুব্রত মণ্ডলকে জেরার পর এবার রাজ্যের শাসকদলের এক বিধায়কের স্ত্রীকে তলব করল ইডি। মাস কয়েক আগে লটারিতে প্রথম পুরস্কার ১ কোটি টাকা জিতেছিলেন তিনি। ১১ নভেম্বর তাঁকে দিল্লিতে ইডি দফতরে হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এব্যাপারে বিধায়ক বা স্ত্রীর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সূত্রের খবর, অনুব্রতর লটারিলাভের তদন্তে নেমে তল্লাশি চালায় সিবিআই। সেই তল্লাশিতেই গোয়েন্দাদের হাতে এসেছে বেশ কিছু নথি। সেই নথি থেকে মিলেছে বিধায়কের স্ত্রীর নাম। কয়েক মাস আগে ডিয়ার লটারিতে প্রথম পুরস্কার ১ কোটি টাকা জিতেছিলেন তিনি।

গোয়েন্দাদের অনুমান, কালো টাকা সাদা করতে ব্যবহার করা হচ্ছে লটারিকে। এব্যাপারে অনুব্রত মণ্ডলের কাছ থেকে এখনো গুরুত্বপূর্ণ কোনও তথ্য পাননি গোয়েন্দারা। তাই বিধায়কের স্ত্রীকে জেরা করে তথ্য জোগাড়ের চেষ্টা হচ্ছে।

প্রাথমিক তদন্তে গোয়েন্দাদের অনুমান, বিভিন্ন জেলায় ছড়িয়ে রয়েছে এজেন্ট। তারা লটারি বিক্রেতার কাছ থেকে চড়া দামে প্রথম পুরস্কার জেতা টিকিট কিনে নেন। তার পর সেই টিকিট ভাঙিয়ে কালো টাকা সাদা করার খেলা চলে। এব্যাপারে লটারি সংস্থার মালিকের ভূমিকাও খতিয়ে দেখছে সিবিআই ও ED.

 

বন্ধ করুন