বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > নিয়ন্ত্রণে আগুন, জড়িত তারক মহারাজ, কাউন্সিলর বাপি ঘোষ, অভিযোগ বস্তিবাসীর একাংশের

নিয়ন্ত্রণে আগুন, জড়িত তারক মহারাজ, কাউন্সিলর বাপি ঘোষ, অভিযোগ বস্তিবাসীর একাংশের

নিভেছে আগুন। বাগবাজারের বস্তি। ছবি সৌজন্য : পিটিআই (PTI)

ফিরহাদ হাকিম বলেন, ‘‌আমরা ৪টি কমিউনিটি হল ঠিক করেছি ক্ষতিগ্রস্ত মানুষদের রাখার জন্য। সেখানে তাঁদের খাওয়াদাওয়া, কম্বলের ব্যবস্থা করেছি। কাল, বৃহস্পতিবার সকাল থেকেই পুনর্নির্মাণের কাজ শুরু করে দেব।’‌‌

দীর্ঘ তিন ঘণ্টার চেষ্টায় অবশেষে রাত ১০টা নাগাদ নিয়ন্ত্রণে এল বাগবাজার ব্রিজ সংলগ্ন বস্তির অগ্নিকাণ্ড। কিছু পকেট ফায়ার (‌ছোটখাটো আগুন)‌ এখনও রয়েছে, তা নেভানোর চেষ্টা করছেন দমকলকর্মীরা। কোনও ঘরে যদি গ্যাস সিলিন্ডার অক্ষত অবস্থায় থাকে সেগুলি বের করার চেষ্টা করছেন দমকলকর্মীরা।

বিধ্বংসী আগুনের জেরে ১০০টিরও বেশি পরিবার গৃহহীন হয়ে পড়েছে। ইতিমধ্যে ঘটনার খবর পেয়ে গঙ্গাসাগর থেকে হেলিকপ্টারে বাগবাজারে এসে পৌঁছেছেন কলকাতা পুরসভার প্রধান প্রশাসক তথা রাজ্যের পুর ও নগরোন্নয়মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি আশ্বাস দিয়েছেন, ‘‌কাল, বৃহস্পতিবার সকাল থেকেই পুনর্নির্মাণের কাজ শুরু করা হবে।’

এদিকে, সর্বস্ব হারিয়ে ভেঙে পড়েছেন বস্তির বাসিন্দারা। তাঁদের মতে, ‌‌হাজারেরও বেশি ঝুপড়ি ঘর ছিল এই বস্তিতে। সব পুড়ে ছাই হয়ে গিয়েছে। তাঁদের দাবি, এই ঘটনার নেপথ্যে রয়েছেন দু’‌জন। এক— তারক মহারাজ, দুই— বাপি ঘোষ। এদিন সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন বস্তিবাসীদের একাংশ। জানা গিয়েছে, কলকাতা পুরসভার সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের নাম বাপি ঘোষ। তাঁর নাম এদিন শোনা গিয়েছে ফিরহাদ হাকিমের মুখেও।

আগুন নিয়ন্ত্রণে আসার পরও যথেষ্ট উত্তেজনা রয়েছে বাগবাজার উইমেনস কলেজ সংলগ্ন ওই এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়ন করা হয়েছে র‌্যাফ। লোকজন রীতিমতো ক্ষিপ্ত হয়ে রয়েছেন। একইসঙ্গে আগুনের গ্রাসে সব হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন বাসিন্দারা। তাঁদের কথায়, ‘‌আমরা লোকের বাড়ি বাসন মেজে মেজে তিলে তিলে এক–একটা জিনিস করেছি। সব ধ্বংস হয়ে গেল। পুড়ে ছাই হয়ে গেল।’‌ কেউ বলেন, ‘‌আমাদের সব ক্ষতিপূরণ দিতে হবে। আমাদের আর কিছু থাকল না। সব শেষ।’

বাসিন্দাদের একাংশের অভিযোগ, ‘‌আমাদের পাকা ঘর করতে দেননি তারক মহারাজ। সব ধ্বংস করে দিল। ৩ ঘণ্টা পরে দমকলের ইঞ্জিন এসেছে। এর পিছনে বাপি ঘোষেরও হাত আছে।’‌ তাঁদের আরও অভিযোগ, ‘‌তারক মহারাজ আগুল লাগিয়ে দিয়েছে। মঠের মিটার বাক্সে আগুল লাগিয়েছে। এত বড় মঠে কি জলের ট্যাঙ্ক নেই?‌ চাইলেই আগুন নিভিয়ে দিতে পারত।’‌

এদিকে, এদিন বাগবাজার আসার পথে ফিরহাদ হাকিম বলেন, ‘‌ওখানে অতীন ঘোষ, সুদীপ বন্দ্যোপাধ্যায়, শশী পাঁজা আছেন। কাউন্সিলর বাপি ঘোষও রয়েছেন। কর্পোরেশনের আধিকারিকরাও রয়েছেন। আমরা ৪টি কমিউনিটি হল ঠিক করেছি ক্ষতিগ্রস্ত মানুষদের রাখার জন্য। সেখানে তাঁদের খাওয়াদাওয়া, কম্বলের ব্যবস্থা করেছি। কাল, বৃহস্পতিবার সকাল থেকেই পুনর্নির্মাণের কাজ শুরু করে দেব।’‌‌

বাংলার মুখ খবর

Latest News

‘বাংলাদেশকে দেখলে লজ্জা পাই’, বলছেন আর্থিক সঙ্কটে বেহাল পাক প্রধানমন্ত্রী বেঙ্গালুরুর 'স্ট্রাইক রেট' যেন বাড়ে, হাফ প্যান্ট পরে ভোটের লাইনে রাহুল দ্রাবিড় স্টার্ককে বাদ দেবে KKR? বদলে অভিষেক হবে চামিরার? বড় বদল হতে পারে PBKS-এর একাদশে আজ মনোনয়ন জমা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের, ইস্তফা দিলেন শ্রীরামপুরের পুরপ্রধান, কেন? 'বুথের সামনে জঘন্য পরিস্থিতি', বালুরঘাটে ভোটারদের হেনস্থার অভিযোগ বাহিনীর নামে রায়গঞ্জে EVM কারচুপির অভিযোগ, 'লোডশেডিং শুভেন্দুর চাল', তোপ তৃণমূলের উপনির্বাচনে প্রার্থী হচ্ছেন হেমন্ত সোরেনের স্ত্রী কল্পনা সোরেন, ঝাড়খণ্ডে নয়া খেল মহুয়ার বিরুদ্ধে মানহানির মামলা প্রত্যাহার, জয় অনন্ত সরে দাঁড়াতেই হল নিষ্পত্তি শুভেন্দুর নির্দেশে ১২ লাখ দিয়ে চাকরি পান শিক্ষক? দিব্যেন্দুর সঙ্গে ফোনে কথা ফাঁস বিবাদের কারণে দূরে সরে যেতে পারে প্রিয় মানুষটি, দেখুন আজকের প্রেম রাশিফল

Latest IPL News

স্টার্ককে বাদ দেবে KKR? বদলে অভিষেক হবে চামিরার? বড় বদল হতে পারে PBKS-এর একাদশে স্টার্ক কিংবদন্তি, কয়েকটি ম্যাচ দেখে ওকে বিচার করা যায় না- বার্তা KKR সতীর্থের ১৪-১৫ ওভার ব্যাট করে, ১১৮ স্ট্রাইকরেট মানা যায় না- কোহলিকে ধুইয়ে দিলেন গাভাসকর টানা হাফডজন হারের পর জয়ের মুখ দেখল RCB,মার্করাম-ক্লাসেনকে ফিরিয়ে হিরো স্বপ্নিল মার্শের বদলে দিল্লি ক্যাপিটালসে আফগানিস্তানের 'পুরনো চাল', আগে কখনও IPL খেলেননি IPL 2024: লক্ষ্যে সফল, কোহলির থেকে দ্বিতীয় ব্যাট আদায় করেই ছাড়লেন নাছোড় রিঙ্কু ইডেন থেকে চিপক, হোম অ্যাডভান্টেজ কাজে লাগাতে কতটা সহায়তা করছে পিচ? 'Don't spread nonsense', মিথ্যে উদ্ধৃতির অভিযোগে এক ওয়েবসাইটকে ধুয়ে দিলেন রায়াডু তুমি কত টাকা চাও, জিজ্ঞেস করেছিল স্কাই স্পোর্টস, উত্তর শুনে পালিয়েছে, বললেন বীরু কোন যোগ্যতায় IPL-এর কমেন্ট্রি করেন প্রেরণা? ট্রোল হতেই জবাব এল, 'লোকের ফেটেছে'

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.