বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > রাতের কলকাতায় ফের আগুন, এবার বিবাদী বাগে

রাতের কলকাতায় ফের আগুন, এবার বিবাদী বাগে

বৃহস্পতিবার রাতে বিবাদী বাগের বহুতলে আগুন নেভাচ্ছেন দমকল কর্মীরা।

জানা গিয়েছে, ভবনটিতে প্রচুর দরকারি নথি রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন যে তলে লেগেছে হাইড্রোলিক ল্যাডারে করে তার আসেপাশে পৌঁছতে পেরেছেন দমকল কর্মীরা।

দিনে দ্বিতীয়বার, ফের আগুন লাগল কলকাতা শহরের বহুতলে। দুপুরে পার্ক স্ট্রিটের পর রাতে বিবাদী বাগে। বৃহস্পতিবার রাতে বিবাদী বাগের টেলিফোন ভবনের পাশে একটি বহুতলে আগুন লাগে। আগুন নেভানোর কাজ করছে দমকল। 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিবাদী বাগে নির্মিয়মান মেট্রো স্টেশনের পাশে ওই বহুতলের একটি ঘরে আগুনের শিখা দেখতে পান তারা। রাত ৯.১০ মিনিটে প্রথম দেখা যায় আগুন। এর পর খবর দেওয়া হয় দমকলে। দমকলের ৭টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছয়। তবে অফিসটি খালি থাকায় কেউ আটকে নেই বলে নিশ্চিত করেছেন দমকল কর্মীরা।

জানা গিয়েছে, ভবনটিতে প্রচুর দরকারি নথি রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন যে তলে লেগেছে হাইড্রোলিক ল্যাডারে করে তার আসেপাশে পৌঁছতে পেরেছেন দমকল কর্মীরা। ঘটনাস্থলে পৌঁছেছেন দমকলমন্ত্রী সুজিত বসু। 

বৃহস্পতিবার দুপুরে পার্ক স্ট্রিটের একটি বহুতলে আগুন লাগে। সেখানে ছিল শাড়ির গুদাম। দীর্ঘ চেষ্টায় আগুন নেভান দমকলকর্মীরা।

 

বন্ধ করুন