বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > বিমা আছে আপনার? বাড়িতে এসে ওটিপি জেনে ১৫ লক্ষ উধাও! শহরে প্রতারণার নয়া ফাঁদ

বিমা আছে আপনার? বাড়িতে এসে ওটিপি জেনে ১৫ লক্ষ উধাও! শহরে প্রতারণার নয়া ফাঁদ

শহরে প্রতারণার নয়া ফাঁদ (ছবিটি প্রতীকী, সৌজন্য মিন্ট)

একদিনেই সব টাকা হাতিয়ে নিচ্ছে এমনটা নয়। প্রথমদিকে নানা মিষ্টি কথা বলে বিশ্বাস অর্জন করছে। এরপর একদিন ঝোপ বুঝে অ্যাকাউন্ট ফাঁকা করে দিচ্ছে। তবে এক্ষেত্রে আরও সতর্ক হওয়ার জন্য় পুলিশের তরফে অনুরোধ করা হয়েছে। এই নয়া ফাঁদকে কীভাবে আটকানো যায় তারই চেষ্টা করছেন পুলিশ কর্তারা।

কোনও অনলাইন প্রতারণার ব্যাপার নয়। একেবারে বাড়িতে এসেই প্রতারণার ফাঁদ। বিশেষত একলা থাকা বৃদ্ধ, বৃদ্ধাদের টার্গেট করা হচ্ছে বলে খবর। কলকাতার আমহার্স্ট স্ট্রিট থানার এক প্রবীণ দম্পতির সঙ্গে এমনটাই হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঠিক কী হয়েছে ঘটনাটা?

বিমা সংস্থার কর্মী পরিচয় দিয়ে এক ব্যক্তি ওই দম্পতির বাড়িতে যাতায়াত করতেন। ১২ লক্ষ টাকা ঋণ পাইয়ে দেওয়ার কথাও জানিয়েছিলেন তিনি। এরপর বিমার কাগজে সই করিয়ে নেওয়া হয়। এরপর ওই বিমা সংস্থায় যে নম্বরটি দেওয়া হয়েছে বৃদ্ধের সেই ফোন নম্বর চান ওই ব্যক্তি। সেই নম্বরেই একটি ওটিপি যায়। এরপর বাড়িতে বসেই সেই ওটিপি চেয়ে নেন ওই ব্যক্তি। সরল বিশ্বাসে তা দিয়ে দেন ওই বৃদ্ধ। তারপরেই একেবারে ম্যাজিকের মতো ফাঁকা হয়ে যায় বৃদ্ধের অ্য়াকাউন্ট।

সব মিলিয়ে ১৫ লক্ষ টাকা ব্যাঙ্কের অ্য়াকাউন্টে ছিল ওই দম্পতির। সারা জীবনের সঞ্চয়। সবটা খালি হয়ে যায় তাঁদের। পুলিশের দাবি, মূলত বাড়িতে যে প্রবীন ব্যক্তিরা একলা থাকেন, অ্যাকাউন্টে মোটা টাকা রয়েছে যাদের তাদেরকেই টার্গেট করছে প্রতারকরা। বিশ্বাস অর্জনের জন্য একেবারে বাড়িতে চলে আসছে প্রতারক। তবে একদিনেই সব টাকা হাতিয়ে নিচ্ছে এমনটা নয়। প্রথমদিকে নানা মিষ্টি কথা বলে বিশ্বাস অর্জন করছে। এরপর একদিন ঝোপ বুঝে অ্যাকাউন্ট ফাঁকা করে দিচ্ছে।

তবে এক্ষেত্রে আরও সতর্ক হওয়ার জন্য় পুলিশের তরফে অনুরোধ করা হয়েছে। এই নয়া ফাঁদকে কীভাবে আটকানো যায় তারই চেষ্টা করছেন পুলিশ কর্তারা। 

বন্ধ করুন