বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Abhishek Banerjee: রায়দান স্থগিত অভিষেকের মামলায়, শুনানি শেষ, বক্তব্যও জমা পড়েছে

Abhishek Banerjee: রায়দান স্থগিত অভিষেকের মামলায়, শুনানি শেষ, বক্তব্যও জমা পড়েছে

ইডির দফতরের বাইরে অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফাইল ছবি (ANI Photo) (Utpal Sarkar)

আদালতের নির্দেশে অভিষেকের আইনজীবী বক্তব্য জমা দিয়েছিলেন। অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি রাজু, বঞ্চিত চাকরিপ্রার্থী সৌমেন নন্দীর আইনজীবী ফিরদৌস শামিম তাঁদের বক্তব্য জমা দেন। তবে রায়দান হয়নি।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলার রায়দান আপাতত স্থগিত রাখা হল। তবে বুধবারই সেই মামলার শুনানি শেষ হয়েছে। বিচারপতি সব পক্ষকে লিখিতভাবে তাঁদের বক্তব্য জমা দিতে বলেছিলেন। সেই মতো তাঁরা আদালতের নির্দেশ মেনে পদক্ষেপ নেন। তবে রায়দান আপাতত স্থগিত রাখা হয়েছে।

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এনিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার প্রশ্নের মুখে পড়েছিলেন তিনি। লিপস অ্যান্ড বাউন্ড সংস্থায় নিয়োগ দুর্নীতির টাকা গিয়েছে কি না সেটা নিয়েও প্রশ্ন করা হয়েছিল তাঁকে। তবে এবার প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট বা ইডি যে মামলা করেছিল তা খারিজ করার জন্য আদালতে মামলা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবারই সেই মামলার শুনানি শেষ হয়েছে।

আদালতের নির্দেশে অভিষেকের আইনজীবী বক্তব্য জমা দিয়েছিলেন। অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি রাজু, বঞ্চিত চাকরিপ্রার্থী সৌমেন নন্দীর আইনজীবী ফিরদৌস শামিম তাঁদের বক্তব্য জমা দেন। তবে রায়দান হয়নি। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ রায়দান স্থগিত রেখেছেন।

এদিকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের মামলায় আদালত কী নির্দেশ দেয় সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা বাংলা। কারণ এই মামলার উপর নির্ভর করছে অনেককিছুই। এদিকে তৃণমূল থেকে বহিষ্কৃত কুন্তল ঘোষ একটা সময় চিঠি দিয়ে দাবি করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলার জন্য ইডি ও সিবিআই তার উপর চাপ তৈরি করছে। তবে এতে অবশ্য় হিতে বিপরীত হয়ে যায়। সেই চিঠি নিয়েই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। তারপর থেকেই খেলা ঘুরতে থাকে। তবে এবার অভিষেকের মামলার পরিণতি কী হয়ে সেদিকেই নজর রয়েছে সবার।

এদিকে সম্প্রতি ইডির দফতর থেকে বেরিয়ে রীতিমতো চ্য়ালেঞ্জ ছুঁড়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জেরার নাম করে সময় নষ্ট করছে ইডি বলেও উল্লেখ করেছিলেন তিনি। এমনকী ১০ পয়সা প্রমাণ করে দেখাক বলেও তোপ দেগেছিলেন তিনি। ডবল ডবল চাকরির কথা তিনি যে কোনওদিন বলেননি সেকথাও বলেছিলেন অভিষেক।

 

বন্ধ করুন