বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Kolkata Metro extension in 2023: পুজোর মধ্যে ২ রুটে সম্প্রসারিত হবে মেট্রো, শুরু নয়া লাইনের, চলবে গঙ্গার তলা দিয়ে

Kolkata Metro extension in 2023: পুজোর মধ্যে ২ রুটে সম্প্রসারিত হবে মেট্রো, শুরু নয়া লাইনের, চলবে গঙ্গার তলা দিয়ে

২০২৩ সালে ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা পুরোদমে শুরু হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

Kolkata Metro extension in 2023: দুর্গাপুজোর মধ্যে নিউ গড়িয়া থেকে বিমানবন্দর (ভায়া রাজারহাট) এবং জোকা থেকে বিবাদী মেট্রো লাইন সম্প্রসারিত হবে। আবার নোয়াপাড়া-বিমানবন্দর-বারাসত মেট্রো চালু হবে। সেইসঙ্গে ২০২৩ সালেই পুরোদমে চালু হয়ে যাবে ইস্ট-ওয়েস্ট মেট্রো। অর্থাৎ গঙ্গার তলা দিয়ে মেট্রো ছুটবে।

দুর্গাপুজোর মধ্যে দুটি রুটে সম্প্রসারিত হবে মেট্রো। একটি নয়া লাইনে শুরু হবে মেট্রো পরিষেবা। এমনই জানাল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। শুধু তাই নয়, মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, চলতি বছরের মধ্যেই ইস্ট-ওয়েস্ট মেট্রোর সম্পূর্ণ পরিষেবা (সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান) শুরু হবে। অর্থাৎ ২০২৩ সালের মধ্যে গঙ্গার তলা দিয়ে ছুটতে শুরু করবে মেট্রো। সূত্রের খবর, গঙ্গা অতিক্রম করতে ৪৫ সেকেন্ড লাগবে।

১) নিউ গড়িয়া থেকে বিমানবন্দর (ভায়া রাজারহাট): প্রাথমিকভাবে নিউ গড়িয়া (কবি সুভাষ) থেকে রুবি (হেমন্ত মুখোপাধ্যায়) পর্যন্ত মেট্রো পরিষেবা (অরেঞ্জ লাইন) শুরু করা হবে। ইতিমধ্যে ৫.৪ কিলোমিটারের ওই অংশ পরিদর্শন করে গিয়েছেন কমিশনার অফ রেলওয়ে সেফটি (উত্তর-পূর্ব সীমান্ত সার্কেল) শুভময় মৈত্র। প্রয়োজনীয় অনুমোদন পাওয়ার পর চলতি মাসেই বাণিজ্যিক পরিষেবা শুরু করা হতে পারে।

মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, দুর্গাপুজোর মধ্যে নিউ গড়িয়া থেকে বিমানবন্দর মেট্রো আরও কিছুটা এগিয়ে যাবে। আগামী অক্টোবরে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত (৯.৮২ কিলোমিটার) বাণিজ্যিক পরিষেবা শুরু করার লক্ষ্যমাত্রা ধরে এগিয়ে যাওয়া হচ্ছে বলে মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে।

আরও পড়ুন: Vande Metro: জুড়ে যাবে শহরতলি! বন্দে ভারতের ছোট ভার্সান 'বন্দে মেট্রো' আনছে রেল

২) নোয়াপাড়া-বিমানবন্দর-বারাসত মেট্রো: চলতি বছরের অক্টোবরের মধ্যে ইয়েলো লাইনের একাংশে বাণিজ্যিক পরিষেবা শুরু করা হবে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। সোমবার মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, প্রাথমিকভাবে নোয়াপাড়া থেকে বিমানবন্দর পর্যন্ত ৭.০৪ কিমি অংশে পরিষেবা শুরু হবে। অর্থাৎ দুর্গাপুজোর মধ্যে আরও এক মেট্রো লাইনে বাণিজ্যিক পরিষেবা শুরু হতে পারে।

৩) জোকা-বিবাদী বাগ মেট্রো: ইতিমধ্যে জোকা থেকে তারাতলা পর্যন্ত (কলকাতা মেট্রোর পার্পল লাইন) বাণিজ্যিকভাবে পরিষেবা শুরু হয়েছে। যা চলতি বছরের অক্টোবরে মাঝেরহাটে পৌঁছে যাবে। মেট্রো কর্তৃপক্ষের আশা, অক্টোবরের মধ্যে মাঝেরহাট পর্যন্ত ছুটবে জোকা মেট্রো। তারাতলা থেকে মাঝেরহাটের দূরত্ব ১.২৪ কিমি। 

বিষয়টি নিয়ে কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার অরুণ অরোরা বলেছেন, ‘এইসব রুটের যাত্রাপথ বাড়িয়ে এবং নয়া রুট চালু করার মাধ্যমে চলতি বছরে কলকাতার মানুষকে পুজোর উপহার দেওয়া হবে।’

৪) ইস্ট-ওয়েস্ট মেট্রো: ডিসেম্বরেই দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে পারে। ২০২৪ সালে পা রাখার আগেই ইস্ট-ওয়েস্ট মেট্রোর শিয়ালদা থেকে হাওড়া ময়দান পর্যন্ত (৭.২৫ কিমি) অংশে বাণিজ্যিকভাবে মেট্রো পরিষেবা শুরু হবে। অর্থাৎ ভারতে প্রথমবার কোনও মেট্রো নদীর তলা দিয়ে ছুটবে। আপাতত ইস্ট-ওয়েস্ট মেট্রোয় সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা পর্যন্ত বাণিজ্যিক পরিষেবা মেলে।

আরও পড়ুন: East-West Metro: চলতি বছরেই চালু হবে গঙ্গার নিচে মেট্রো! ৪৫ সেকেন্ডে হাওড়া থেকে এসপ্ল্যানেড

মেট্রোর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, আপাতত ৪৭.৯৩ কিমি এলাকায় পা পড়েছে কলকাতা মেট্রোর। স্রেফ চলতি বছরেই কলকাতা মেট্রোর নেটওয়ার্কে যুক্ত হবে ৩০.৭৫ কিমি।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

বাংলার মুখ খবর

Latest News

কবে কোথায় হবে জয়নগরের নির্যাতিতার দেহের ময়নাতদন্ত, স্পষ্ট জানাল হাইকোর্ট ‘ছোটতে মেয়ের মতো সাজাতেন মা,বড় হয়ে শরীরটা পাল্টে গেলেও মননে থেকেই গেল…ভাগ্যিস..’ থানার মধ্যেই সিভিকের ‘শ্লীলতাহানি’ পুলিশের SI-র, সিপিকে চিঠি, 'আগেও মদ খেয়ে…' মমতার ভাইকে সরানো হল হকি বেঙ্গলের সভাপতির পদ থেকে, বাবুনের পদে এবার সুজিত দুর্গাপুজোয় শহরের রাজপথে নামছে ১০ হাজার বাড়তি পুলিশ, থাকছে ২০০টি পিকেট এশিয়া কাপ পরের বার ভারতে, তারপরে কোথায় কোথায় হবে কোন ফর্ম্যাটে, জানুন বিস্তারিত ‘অনশনে ডাক্তারদের ওজন বাড়বে না, চকলেট খাবে…’, মমতাকে খোঁচা প্রখ্যাত চিকিৎসকের? মেয়ের সুবিচারের দাবিতে পুজোর ৪ দিন ধরনায় বসতে চলেছেন RG করের নির্যাতিতার বাবা মা কোরানেই রয়েছে শান্তি ফেরানোর চাবিকাঠি, সকলকেই মুসলমান হতে হবে: জাকির নায়েক ‘বিয়ে দিয়ে দেবে নাকি?’ বাড়িতে দুম করে হাজির অতিথি! চিন্তায় পড়ে গেলেন শ্রাবন্তী

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.