বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > TMC Minority Cell: মুসলিমরা মুখে ফেরায়নি ধরেও সংখ্যালঘু সেলের শীর্ষ দায়িত্ব নেড়ে চেড়ে দিলেন মমতা

TMC Minority Cell: মুসলিমরা মুখে ফেরায়নি ধরেও সংখ্যালঘু সেলের শীর্ষ দায়িত্ব নেড়ে চেড়ে দিলেন মমতা

তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। (ফাইল ছবি (এএনআই))

সংখ্যালঘুরা যে মুখ ফিরিয়েছে তেমনটা মনে করে না মমতা। তৃণমূলের সূত্রে খবর, কালীঘাটের দলের বৈঠকে সেই মত ব্যক্ত করেছেন তিনি।

সংখ্যালঘুরা কি মুখ ঘুরিয়েছে তৃণমূল কংগ্রেসের থেকে? সাগরদিঘির ফল প্রকাশের পর এই প্রশ্ন উঠেছিল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে। হারের কারণ খুঁজতে তিনি একটি কমিটিও তৈরি করে দিয়েছিলেন। উদ্বিগ্ন নেত্রী এবার দলের সংখ্যালঘু সেলেও বদল আনলেন। বদলে দিলেন সেলের সভাপতি।

এত দিন ওই পদে ছিলেন হাড়োয়ার বিধায়ক হাজি নরুল ইসলাম। তাঁর জায়গায় বসালেন দলের যুব নেতা তথা হড়োয়ার বিধায়ক মোশারফ হোসেনকে। হাজি নরুল ইসলামকে সেলের চেয়ারম্যান করা হয়েছে। এই চেয়ারম্যান পদে এতদিন ছিলেন গ্রন্থাগারমন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। তাঁকে আরও বড় দায়িত্ব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাবিনা ইয়াসমিনের এবং নাদিমুল হকের সঙ্গে মালদা, মুর্শিদাবাদ এবং উত্তরদিনাজপুরের সংগঠন দেখবেন সিদ্দিকুল্লা। (পড়তে পারেন। পার্থ-অনুব্রতর দোষ কতটা? বৈঠকে যা বললেন মমতা)

প্রসঙ্গত, এর আগে সাগরদিঘি হারের কারণ খুঁজতে যে কমিটি তিনি তৈরি করে দিয়েছিলেন তাঁর মাথাতেও রেখেছিলেন রাজ্যের গ্রন্থাগারমন্ত্রীকে। হাজি নুরুল ইসলামকে তৃণমূল সংখ্যালঘু সেলের চেয়ারম্যান করার পাশাপাশি তাঁকে বসিরহাট জেলার চেয়ারম্যান পদেও রাখা হয়েছে। (পড়তে পারেন। অনুব্রতহীন বীরভূমের দায়িত্ব নিলেন দলনেত্রী, দায়িত্ব বাড়ল অরূপ, সিদ্দিকুল্লার)

তবে সংখ্যালঘুরা যে মুখ ফিরিয়েছে তেমনটা মনে করে না মমতা। তৃণমূলের সূত্রে খবর, কালীঘাটের দলের বৈঠকে সেই মত ব্যক্ত করেছেন তিনি। বৈঠকে তিনি বলেন, 'সংখ্যালঘুরা আমাদের সঙ্গে আছে, ভোটে কমেনি। সাগরদিঘির আমাদের হারের কারণ নিজেদের দূর্বলতা।' তবু কোনও ঝুঁকি না নিয়ে সংখ্যালঘু সেলের দায়িত্ব নেড়ে চেড়ে দিলেন তৃণমূল নেত্রী।

 

Haryana and JNK Election Haryana and JNK Election
বাংলার মুখ খবর

Latest News

প্রয়াত রতন টাটা! তাঁর সম্পর্কে এই ১০টি তথ্য জানলে শ্রদ্ধা অনেকটাই বেড়ে যাবে যুগেব অবসান কর্পোরেট জগতে, প্রয়াত রতন টাটা, চিরকাল থেকে যাবেন ‘রতন’ হয়েই ‘এই প্রথম দুর্গাপূজা.... ষষ্ঠীর দিন নতুন জামা পরলাম না’, কথা রাখলেন সুদীপ্তা শ্রীলঙ্কাকে বিধ্বস্ত করে পয়েন্ট তালিকার সেরা দুইয়ে ভারত, চওড়া হল সেমির রাস্তা ৬১-তে পা দিলেন শিলাজিৎ, হইচই করে জন্মদিন পালন ৬৫-তে এসে চতুর্থবার বিয়ের পিঁড়িতে সঞ্জয় দত্ত, মান্য়তাকে 'ভুলে' কার হাত ধরলেন? আজ থেকে বক্রী গুরু, ভাগ্য হবে বিমুখ, ৪ রাশির এই ১১৯ দিন কাটবে দুঃস্বপ্নের মতো সরকারি হাসপাতালগুলির নিরাপত্তায় বাড়তি জোর, ইলেকট্রিক সাইকেলে কলকাতা পুলিশ ষষ্ঠীর সাজে ঝলমলে কাজল, গল্প জুড়লেন বোনের সঙ্গে ২৭ মিটার দৌড়ে উলটো হাতে অবিশ্বাস্য ক্যাচ হার্দিকের! কোলে তুলে নিলেন ফিল্ডিং কোচ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.