আবাসনের ছাদে ব্য়াডমিন্টন খেলতে গিয়েছিলেন। ফিরে এসে দেখেন মৃত অবস্থায় পড়ে রয়েছেন বৃদ্ধা মা। নাকের পাশ দিয়ে রক্ত বের হচ্ছে। এমনটাই খবর পরিবার সূত্রে। গোটা ঘটনায় রহস্য দানা বেঁধেছে। মৃতের নাম রেণুকা চৌধুরী। কলকাতার থিয়েটার রোডের শেক্সপিয়র সরনির একটি আবাসন থেকে উদ্ধার হয়েছে ৯০ বছর বয়সী ওই বৃদ্ধার দেহ। ৫১ বছর বয়সী ছেলে অভয় চৌধুরী তাঁর দেহ উদ্ধার করেছেন। এদিকে মাস দুয়েক আগে তাঁর স্বামীর মৃত্যু হয়েছিল। এরপর এদিন রহস্যজনক মৃত্য়ু হল তাঁর।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, অভয় চৌধুরী শেয়ারের ব্যবসার সঙ্গে যুক্ত। অন্যদিকে তার দাদা আমেরিকায় থাকেন। থিয়েটার রোডের গঙ্গা- যমুনা নামে ওই আবাসনে মাকে সঙ্গে নিয়ে থাকতেন ছেলে।এদিন সকাল ১০টা নাগাদ ছাদ থেকে এসে ছেলে দেখেন, মৃত অবস্থায় মা পড়ে রয়েছে। এদিকে ঘটনার খবর পেয়েই যুগ্ম কমিশনার(ক্রাইম) মুরলীধর শর্মা, ডিসি সাউথ আকাশ মেঘারিয়া সহ পদস্থ পুলিশ কর্তারা ঘটনাস্থলে যান। কীভাবে ওই বৃদ্ধার মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। সিসি ক্যামেরার ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। এদিন সকাল থেকে কারা ফ্ল্যাটে এসেছিল তা পুলিশ জানার চেষ্টা। ঘরে কেউ না থাকার সুযোগে চুরির জন্য কেউ এসেছিল কি না তা পুলিশ খতিয়ে দেখছে। বাস্তবে তাকে কেউ খুন করেছে নাকি এর পেছনে অন্য কোনও কারণ রয়েছে তা পুলিশ দেখছে। তবে পুলিশের ধারণা পরিচিত কেউ এই ঘটনার সঙ্গে যুক্ত থাকতে পারে।