কেন্দ্রে তৃণমূলের সঙ্গে যে-ই জোট করুক বাংলায় আমরা তাদের সঙ্গে থাকব না। এদিন নিজেদের অবস্থান স্পষ্ট করে জানিয়ে দিলেন ISF বিধায়ক নওসাদ সিদ্দিকি। এদিন বিজেপির ভাষায় বিরোধী জোটকে আইএনডিআইএ বলে উল্লেখ করেন তিনি।
এদিন নওসাদ বলেন, ‘স্পষ্ট বলছি ধরি মাছ না-ছুঁই পানির পক্ষে আমরা নই। ওদিকে আইএনডিআইএ জোটের মধ্যেও থাকবে সেখানে তৃণমূল, কংগ্রেস, বাম সবাই থাকবে। আবার বাংলাতে এর সঙ্গে থাকব না, ওর সঙ্গে করব না.... এরকম জোটে আমরা নেই। আমাদের স্পষ্ট অবস্থান, আইএনডিআইএ জোটে তৃণমূল থাকলে আমরা থাকব না। আর সেই জোটের সঙ্গে কেউ যদি জাতীয় স্তরে থাকে তাদের সঙ্গেও আমরা বাংলায় থাকব না’।
পাঁচ রাজ্যের ভোটে কংগ্রেসের সঙ্গে জোট না করেই ভোটে লড়ার সিদ্ধান্ত নিয়েছে বামেরা। বামেদের এই সিদ্ধান্তের পর INDIA জোটের শক্তি নিয়ে ফের একবার জল্পনা শুরু হয়েছে। বিরোধী জোটকে আক্রমণ শানিয়েছে বিজেপি। তারই মধ্যে কেন্দ্রে তৃণমূলের সঙ্গে সমঝোতা করলে রাজ্যে বাম – কংগ্রেসের সঙ্গে জোটে যে তারা থাকবে না তা স্পষ্ট করে দিলেন নওসাদ।
বলে রাখি, আদালতের নির্দেশে কেন্দ্রীয় নিরাপত্তা পেয়েছেন ভাঙড়ের ISF বিধায়ক নওসাদ সিদ্দিকি।