বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > বর্ষবরণের রাতে তিলোত্তমার আকাশে উড়বে ড্রোন, শহরে নামছে বিপুল সংখ্যক পুলিশ

বর্ষবরণের রাতে তিলোত্তমার আকাশে উড়বে ড্রোন, শহরে নামছে বিপুল সংখ্যক পুলিশ

নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করছে কলকাতা পুলিশ।

লালবাজারের কড়া নজরদারি চলবে শহরের হোটেল–লজগুলিতেও। কারণ এখানে অপরাধমূলক কাজ ঘটতে পারে বলে অনুমান করা হচ্ছে। বাইকবাহিনীকে ঢাল করে শহরের নানা জায়গায় ছিনতাই, মোবাইল চুরি, শ্লীলতাহানি এবং মারপিঠ ঠেকাতে রাতভর চলবে পেট্রোলিং। রাতের আকাশে উড়বে ড্রোন। মহিলাদের নিরাপত্তা নামছে কলকাতা পুলিশের উইনার্স টিম।

‌বড়দিনের রাতে জনস্রোতকে সামলে এখন খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলতেই আবার সামনে আসছে চলছে বর্ষবরণ। হাতে আর দু’‌দিন। এখন থেকেই মহানগরীর নানা প্রান্ত সেজে উঠেছে আলোর রোশনাইয়ে। যা চূড়ান্ত পর্যায়ে পৌঁছবে বর্ষবরণের রাতে। তবে বড়দিনের সময় কলকাতার নগরপাল অর্থাৎ পুলিশ কমিশনারকে বলতে শোনা গিয়েছিল, বাইকবাহিনীকে রুখতেই হবে। বিনীত গোয়েলের সেই নির্দেশ বর্ষবরণের জন্যও বহাল থাকছে। আর তাই বর্ষবরণের রাতে কড়া নিরাপত্তার চাদরে ঢাকা পড়তে চলেছে কল্লোলিনী কলকাতা। বর্ষবণের রাতেও তাই জোরদার নিরাপত্তা ব্যবস্থা করছে লালবাজার। ৩১ ডিসেম্বর কলকাতার রাজপথে মোতায়েন থাকবে আড়াই হাজার পুলিশ কর্মী। নতুন বছরের প্রথম দিন অর্থাৎ ১ জানুয়ারি, ২০২৪ তারিখে ২৪০০ পুলিশ মোতায়েন থাকবে শহরের বুকে।

এদিকে নাকা চেকিং চলবে জোরকদমে। পুলিশ সূত্রে খবর, বর্ষবরণের রাতে বাইকবাহিনীর বিধিভঙ্গ, দাপট বরদাস্ত করা হবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্রাফিক আইন ভাঙলেই মোটরবাইক বাজেয়াপ্ত করবে পুলিশ। ইতিমধ্যেই ৫০টি পয়েন্ট ঠিক করা হয়েছে। যেখানে নাকা চেকিং চলবে। এমনকী স্পেশাল রেইড শাখার পক্ষ থেকেও চলবে অভিযান। বড়দিন থেকেই ভিড় বাড়ছে পার্ক স্ট্রিট চত্বরে। একই ছবি দেখা যেতে চলেছে বর্ষবরণের দিনেও। কড়া নজরদারি চলবে পার্ক স্ট্রিট ও সংলগ্ন এলাকায়। পুলিশের সংখ্যা সবথেকে বেশি থাকবে এখানেই। ৩১ তারিখ রাত এবং ১ জানুয়ারি পার্ক স্ট্রিটকে ৬টি সেক্টরে ভাগ করা হচ্ছে। নিরাপত্তার দায়িত্বে থাকবেন ১০ জন ডেপুটি কমিশনার পদ মর্যাদার অফিসার। তাঁদের নেতৃত্বে কাজ করবেন বেশ কিছু ইনস্পেকটর, সাব–ইনস্পেকটররা।

অন্যদিকে লালবাজার সূত্রে খবর, ওয়াচ টাওয়ার থেকে নজরদারি করা হবে। দ্রষ্টব্য স্থানে থাকবে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা। চিড়িয়াখানা, ভিক্টোরিয়া–সহ অন্যান্য জায়গায় সাদা পোশাকের পুলিশ মোতায়েন থাকবে। আর রাতে বার, পাব, রেস্তোরাঁর সামনে রাখা হবে বিশেষ পেট্রলিং টিম। বাড়তি পুলিশ বাহিনী রাখা হচ্ছে সর্বত্র। প্রত্যেক জায়গাতেই একজন করে ইনস্পেকটর পদমর্যাদার অফিসার দায়িত্বে থাকবেন। রাতে নিরাপত্তা দিনের থেকে বাড়ানো হবে। কোনও বেলেল্লাপনা, ইভটিজিং যাতে না ঘটে তার জন্যও একদল পুলিশকে বিশেষ দায়িত্ব দেওয়া হচ্ছে।

আরও পড়ুন:‌ শুভেন্দুর জেলায় গীতাপাঠের আয়োজন করছে তৃণমূল কংগ্রেস, পাল্টা কবে হবে?

এছাড়া লালবাজারের কড়া নজরদারি চলবে শহরের হোটেল–লজগুলিতেও। কারণ এখানে অপরাধমূলক কাজ ঘটতে পারে বলে অনুমান করা হচ্ছে। বাইকবাহিনীকে ঢাল করে শহরের নানা জায়গায় ছিনতাই, মোবাইল চুরি, শ্লীলতাহানি এবং মারপিঠ ঠেকাতে রাতভর চলবে পেট্রোলিং। রাতের আকাশে উড়বে একাধিক ড্রোন। মহিলাদের নিরাপত্তা দেখতে মাঠে নামছে কলকাতা পুলিশের উইনার্স টিম। রোমিওদের ধরতেই মানুষের ভিড়ে মিশে থাকবে সাদা পোশাকের পুলিশও।

বাংলার মুখ খবর

Latest News

সব দলে বুমরাহ বা রশিদ নেই- ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম নিয়ে রোহিতের সুরে সুর কোহলির ছিন্নমস্তা জয়ন্তী কেন পালিত হয়? জেনে নিন মায়ের এই বিশেষ রূপের পুজোর তাৎপর্য আরামবাগ লোকসভা কেন্দ্র ২০২৪-একদা রাজ করতেন অনিল বসু, বাম ভোটই কি এবার ফ্যাক্টর? সপ্তাহান্তে দাম কমল সোনার! কলকাতায় কত টাকায় বিকোচ্ছে? তবে ‘শক’ দিল রুপো 'জীবনের সেরা সময়...' ১২ ফেলের সাফল্যে ডগমগ বিক্রান্ত, ছেলেকে নিয়ে বললেন কী? বৃষ্টি না হওয়ায় চা–শিল্পে ভয়ঙ্কর সংকট দেখা দিয়েছে, প্যাকেজের দাবিতে চিঠি নবান্নে 'অনুপ্রেরণা কি জন্মদিনের পার্টি?' Cannes-এ ঝিকিমিকি পোশাক পরায় ট্রোল্ড ঐশ্বর্য কাজের চাপে তৈরি হয়েছে মানসিক চাপ? এই ৮টি উপায়ে নিজেকে রাখুন সুরক্ষিত 'আমায় উড়তে শিখিয়েছিলে, তুমিই উড়ে গেলে… মা', স্মৃতির গলিতে মোনালির চোখে জল ফল তো ভুগতেই হত, পাক-অধিকৃত কাশ্মীরের বিক্ষোভ নিয়ে বলল ভারত, ‘পুরোটাই আমাদের….’

Latest IPL News

সব দলে বুমরাহ বা রশিদ নেই- ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম নিয়ে রোহিতের সুরে সুর কোহলির LSG-এর বিরুদ্ধে রোহিত আউট হতেই, উঠে দাঁড়িয়ে অভিবাদন গোটা ওয়াংখেড়ের- ভিডিয়ো শ্বশুর-জামাই এবার বিশ্বকাপে শর্মাজির বেটার জন্য গলা ফাটাবো- দার্শনিক রাহুল পুরো মরশুমই ভুলে ভরা,কোয়ালিটি ক্রিকেটই খেলতে পারিনি- দশে শেষ করে ক্ষুব্ধ হার্দিক ব্যর্থ হল রোহিতের লড়াই, নিজেদের ডেরায় হেরে লাস্টবয় হয়েই অভিযান শেষ মুম্বইয়ের কোহলির স্ট্রিট ক্রিকেট দলে জায়গা পেলেন রাসেল, বন্ধু এবিডি-কেও নিতে ভোলেননি বিরাট IPL 2024: চিন্নাস্বামীতে বাসি-পচা খাবার খেয়ে জ্ঞান হারালেন দর্শক! দায়ের হল FIR IPL-অনেক সমালোচনা হয়েছে, কিন্তু অনবদ্য অধিনায়কত্ব করছে, শ্রেয়সের প্রশংসায় এবি স্পঞ্জের মতো জল শুঁষে নিচ্ছে আউটফিল্ড, RCB v CSK ম্যাচে বৃষ্টি নিয়ে চিন্তা নেই! টি২০ বিশ্বকাপের পরই অবসর নয়, আরও কয়েক বছর ক্রিকেট খেলতে চান, জানিয়ে দিলেন রোহিত

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.