বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > তরুণীর ‘বোল্ড’ ছবি তুলে ব্ল্যাকমেলের অভিযোগ, আলোকচিত্রী ও মেকআপ শিল্পী গ্রেফতার

তরুণীর ‘বোল্ড’ ছবি তুলে ব্ল্যাকমেলের অভিযোগ, আলোকচিত্রী ও মেকআপ শিল্পী গ্রেফতার

প্রতীকি ছবি

মে মাসে তরুণী জানতে পারেন তাঁর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। এর পর প্রতাপ ঘোষের সঙ্গে যোগাযোগ করেন তিনি। ছবিগুলি মুছে ফেলতে অনুরোধ করেন। বদলে প্রতাপ ৩ লক্ষ টাকা দাবি করেন বলে অভিযোগ।

ফটোশ্যুটে ‘বোল্ড’ ছবি তুলে তরুণীকে ব্ল্যাকমেল করার অভিযোগে ২ ব্যক্তিকে গ্রেফতার করল বিধাননগর কমিশনারেটের পুলিশ। সোদপুরের বাসিন্দা ওই তরুণীর অভিযোগের ভিত্তিতে প্রতাপ ঘোষ ও জয়শ্রী মিশ্র নামে ২ জনকে গ্রেফতার করেছেন বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ।

অভিযোগকারীনির দাবি, ফেসবুকে তাঁর সঙ্গে যোগাযোগ করে ফটোশ্যুটের প্রস্তাব দেন অভিযুক্ত প্রতাপ ঘোষ। কী ধরণের ছবি তোলা হবে জানতে চাইলে শাড়ি পরা রমণীদের কয়েকটি ছবি পাঠান ওই ব্যক্তি। এতে রাজি হয়ে যান ওই তরুণী। গত ২০ মার্চ বিধাননগর সেন্ট্রাল পার্কে তরুণীর ছবি তোলেন প্রতাপ। মেক আপের দায়িত্বে ছিলেন জয়শ্রী।

তরুণী জানিয়েছেন, প্রথমে সব কিছু ঠিক থাকলেও শ্যুটিং চলাকালীন তাঁকে পানীয় খাওয়ানো হয়। এর পর তাঁকে ‘বোল্ড’ ছবি তুলতে অনুরোধ করেন ফটোগ্রাফার। অজ্ঞাত কারণে রাজিও হয়ে যান তিনি।

মে মাসে তরুণী জানতে পারেন তাঁর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। এর পর প্রতাপ ঘোষের সঙ্গে যোগাযোগ করেন তিনি। ছবিগুলি মুছে ফেলতে অনুরোধ করেন। বদলে প্রতাপ ৩ লক্ষ টাকা দাবি করেন বলে অভিযোগ।

এর পর বিধাননগর সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হন তরুণী। প্রতাপ ঘোষ ও জয়শ্রী রায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে ২ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

বন্ধ করুন